কলকাতা: বৃষ্টির অভাব দেখা দিয়েছিল বাংলার মাটিতে। উত্তরবঙ্গ বৃষ্টি পেলেও দক্ষিণবঙ্গ যেন চাতক হয়ে গিয়েছিল দু’ফোঁটা বৃষ্টির জন্য। তবে শেষ কয়েক দিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে বাংলা জুড়েই। তাহলে কি বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেল? কী জানাচ্ছে হাওয়া অফিস, জেনে নিন।
আরও পড়ুন- অবৈধ নয় যৌনকর্ম! বিরাট রায় সুপ্রিম কোর্টের, পুলিশকে কড়া নির্দেশ
আবহাওয়া দফতরের যে পূর্বাভাস দিচ্ছে তাতে কপাল পুড়বে দক্ষিণবঙ্গবাসীর। কারণ জানান হয়েছে, আপাতত কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কমপক্ষে রবিবার পর্যন্ত এই রকম আবহাওয়াই বর্তমান থাকবে। তবে উত্তরবঙ্গে আবার ভারি বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বলা হয়েছে, রবিবার সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। যদিও সব জেলায় নয়, জলপাইগুড়ি ও কালিম্পঙে ভারি বৃষ্টি হওয়ার কথা। এদিকে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অধিকাংশ সময়ে মেঘলা আকাশ থাকবে, তাই গরম কিছুটা কম অনুভূত হবে বলে অনুমান করা হচ্ছে।
উল্লেখ্য, আইএমডি জানিয়েছে, চলতি বছর ভারতে দীর্ঘকালীন গড়ের ১০৬ শতাংশ বৃষ্টি হতে পারে। উত্তর-পূর্ব এবং উত্তর-পশ্চিম ভারতে সম পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের ৪টি অঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে। অর্থাৎ চলতি বছর ভাল পরিমাণ বৃষ্টিপাত হওয়ার ইঙ্গিত মিলেছে।