কলকাতা: বিগত কয়েকদিনে তাপমাত্রা কিছুটা হলেও কমে ছিল সেই প্রেক্ষিতে বাঙালি ভেবেছিল শীত হয়তো পড়তে শুরু করেছে। কিন্তু হঠাৎ করেই বৃষ্টির ভ্রুকুটি সব আশায় জল ঢেলে দিয়েছে। গত সপ্তাহে হালকা বৃষ্টি হয়েছে কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। মাঝে তাপমাত্রা খুব একটা কমেনি এরই মধ্যে আবার বৃষ্টির পূর্বাভাস! হালকা একটা ঠান্ডার অনুভূতি থাকলেও শহরে আগের থেকে তাপমাত্রা বেড়েছে। এদিকে আজই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হওয়ায় ফের কলকাতাসহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। যে নিম্নচাপ তৈরি হয়েছে তা অন্ধপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের দিকে এগোচ্ছে। এই কারণেই ফের একবার পুবালি হাওয়া ঢুকবে পশ্চিমবঙ্গের এবং তার প্রেক্ষিতে বৃষ্টিপাত হবে। আর এই বৃষ্টিপাত হতেই শীতের আমেজ কমবে। তাই এখনই তাপমাত্রা আর কমার কোন সম্ভাবনা নেই বরং আগামী কয়েক দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। এই জায়গা থেকেই বাঙালির মনে একটাই প্রশ্ন যে আদতে শীত কবে পড়বে?
হাওয়া অফিস জানাচ্ছে যে, একটানা বৃষ্টির পর আবার নিম্নচাপ শীতকে বাধা দিচ্ছে। সেই কারণে আগামী সপ্তাহেও যে শীত পড়বে না তার প্রকার পাকা। কারণ চলতি সপ্তাহের শেষে আবার একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া মহলের পূর্বাভাস, ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে সঠিকভাবে ঠান্ডা উপভোগ করার জন্য। তার আগে কোনও ভাবেই শীত অনুভব করা যাবে না। বৃষ্টি একদিকে শুধু শীতের জন্য বাধা সৃষ্টি করছে তা নয়, এই বৃষ্টির কারণে চাষিদের মাথায় হাত। এই বছর ইতিমধ্যেই লাগাতার বৃষ্টি হয়েছে কয়েক মাস ধরে এবং তার জন্য ফসল নষ্ট হয়েছে প্রচুর। এর পরে যদি আরও বৃষ্টিপাত হয় তাহলে তারা কী করবেন বুঝে উঠতে পারছেন না।