নবমী-দশমীতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, মন খারাপ বঙ্গের সাত জেলার

নবমী-দশমীতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, মন খারাপ বঙ্গের সাত জেলার

কলকাতা: দুর্গা পুজোয় দুর্যোগের কোনও সম্ভাবনার কথা হাওয়া অফিস না জানালেও ইতিমধ্যে জোড়া নিম্নচাপের খবর এসে গিয়েছে। তবে কোনওটির প্রভাব বাংলায় পড়বে না বলেও আশা জাগিয়েছে তারা। কিন্তু একেবারেই যে বৃষ্টি হচ্ছে না পুজোর সময় তেমনটাও নয়! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আপাতত দিয়েই দিল আবহাওয়া দফতর। বলা হয়েছে, বঙ্গের সাত জেলায় পুজোর মধ্যে আংশিক বৃষ্টি হতে পারে। যদিও সবদিন নয়। 

হাওয়া অফিস জানিয়েছে, মহালয়ার পর থেকে আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে ষষ্ঠী পর্যন্ত। তারপর দু-দিন মেঘলা আকাশের দেখা মিলবে। নবমী আর দশমীতে দক্ষিণবঙ্গের অন্তত সাতটি জেলায় হালকা বৃষ্টি হওয়ার ৩০ থেকে ৪০ শতাংশ সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে বৃষ্টি হওয়ার আভাস মিলেছে। তবে বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। যদিও হাওয়া মহল সুখবর দিয়েছে, ইতিমধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সংলগ্ন পার্বত্য পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে বিদায় নিয়েছে বর্ষা। 

পুজোর সময়ে বাংলায় বৃষ্টির ‘ব’ দেখা যাবে না বলা হলেও এই বিক্ষিপ্ত বৃষ্টি নিয়ে এখন মন খারাপ বাংলার। যদিও বেশিরভাগ সময়ই বাতাস শুকনো থাকবে, বরং কমবে ভ্যাপসা গরম, এমনটা বলা হয়েছে। এখন দেখা যাক, পুজোর ৫ দিন আদতে কেমন আবহাওয়া থাকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =