কালবৈশাখীর ছোট্ট ইনিংসে আপাতত আরাম, রবিবারের পর বাড়বে তাপমাত্রা

কালবৈশাখীর ছোট্ট ইনিংসে আপাতত আরাম, রবিবারের পর বাড়বে তাপমাত্রা

66c411214289159589a8fd1bcd765a5c

কলকাতা: পরপর দু-দিন কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে কালবৈশাখীর দেখা মিলেছে। রাজ্যবাসী এই আরামের অপেক্ষা অনেকদিন ধরেই করছিল। শেষ কয়েকদিনে লাগাতার বিকেলের পর আবহাওয়ার বদল ঘটেছে। বৃষ্টির সঙ্গে ঝড় হয়েছে এবং রাতের দিকে তাপমাত্রার পারদও কমেছে কিছুটা। কিন্তু এই আরাম কতদিন থাকবে? প্রশ্নের উত্তরে খারাপ ইঙ্গিতই মিলেছে। আগামী সপ্তাহের শুরুতেই বাড়তে পারে তাপমাত্রা। 

হাওয়া অফিস জানিয়েছে, শেষ দু-দিনের মতো শনিবারও বিকেলের পর থেকে ঝড়-বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এদিনই রাতের দিকে আরামদায়ক পরিস্থিতি থাকবে। কিন্তু রবিবার থেকে পরের ৩ দিন রাজ্যজুড়ে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়টা হবে না বৃষ্টিও। সুতরাং বোঝাই যাচ্ছে, আগামী সপ্তাহের শুরুতে আবার গরমের একটা প্রভাব থাকবে। তবে এই অস্বস্তি বেশিদিন থাকবে না বলেও আশ্বাস দিয়েছে আবহাওয়া দফতর। জানান হয়েছে, বৃহষ্পতিবারের পর ফের বাংলায় বাড়বে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।