আজও কি সন্ধে থেকে স্বস্তির বৃষ্টি? ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা

আজও কি সন্ধে থেকে স্বস্তির বৃষ্টি? ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা

কলকাতা: চলতি সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যে হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া জারি থাকবে তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সেই মতোই গত দু’দিন বৃষ্টির সঙ্গে ঝড়ের দেখা মিলেছে। শুক্রবারও সেই একই পরিস্থিতি বজায় থাকবে বলে আভাস মিলেছে। আজও বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হয়ে সন্ধে থেকে বৃষ্টি নামার সম্ভাবনা আছে। মোটামুটি দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড়। 

আবহাওয়া দফতর বলছে, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া বীরভূম, মুর্শিদাবাদের মতো অধিকাংশ জেলায় এদিন বিকেলের পর থেকে বৃষ্টিপাত হবে। এই সব জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই। শুধু আজ নয়, দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শনিবারও। তবে ঝড়ের বেগ আজকের থেকে আগামী কাল কম হবে বলেই ইঙ্গিত মিলেছে। এদিকে উত্তরবঙ্গেও পরিস্থিতি কার্যত একই থাকবে দক্ষিণবঙ্গের মতো। একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। তবে সেখানে হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা হতে পারে।