কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি, 'মোকা'র প্রভাব অনুভূত হবে দক্ষিণবঙ্গে

কলকাতা: উদ্দাম গতিতে ছুটছে সে। পূর্বাভাস অনুযায়ী, রবিবার বেলা সাড়ে বারোটা নাগাদ স্থলভূমিতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'মোকা'। বাংলায় সরাসরি তার কোনও প্রভাব না পড়লেও পরোক্ষে প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় এদিন দুপুর বা বিকেলের পর থেকেই বৃষ্টি হতে পারে বলে অনুমান। তবে ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব মায়ানমারে পড়লেও বাংলাদেশের কিছু অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
গত ৬ ঘণ্টায় ৮ কিলোমিটার গতিতে এগিয়েছে 'মোকা'। এই মুহূর্তে ঘূর্ণিঝড় পোর্ট ব্লেয়ার বন্দর থেকে ৫৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে, বাংলাদেশের কক্সবাজার থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং মায়ানমারের সিতওয়ে থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রয়েছে। আগেই জানান হয়েছে, ল্যান্ডফল হওয়ার সময়ে তার গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার। 'মোকা' বয়ে যাওয়ার সময় বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, সেন্ট মার্টিন, টেকনাফ, মহেশখালিতে এই ঝড়ের প্রভাব পড়তে পারে। সেই মতো প্রস্তুতিও নেওয়া হয়েছে। এদিকে বাংলাও আগেভাগে প্রস্তুতি সেরে রেখেছে। কোনও ভাবেই যাতে ঝুঁকি না হয়ে যায় তার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর যা পূর্বাভাস দিয়েছিল তা মিলে গিয়ে এই ঘূর্ণিঝড় এখন 'এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম' বা মারাত্মক প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। স্বাভাবিকভাবেই এতে কতটা ক্ষতি হতে পারে তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। হাওয়া অফিসের অনুমান, বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে আছড়ে পড়ার সময়ে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৫০-১৬০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৭৫ কিমি।