ঝমঝমিয়ে নামল বৃষ্টি, কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে খানিক স্বস্তি

কলকাতা: অবশেষে কলকাতায় স্বস্তির বৃষ্টি। এদিন দুপুরের পর থেকেই কিছুটা মেঘলা আকাশ বিরাজ করছিল বটে। তখন থেকেই সকলে আন্দাজ করছিল যে বিকেল বা তারপর থেকে বৃষ্টি নামতে পারে। শেষে তাই হল। তবে বৃষ্টি শুধু নয়, তার সঙ্গে প্রবল ঝোড়ো হওয়াও বইতে থাকে বেশ কিছুক্ষণ। এই কারণে খানিক ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূত হচ্ছে চারিদিকে।
এমনিতেই চলতি সপ্তাহে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে রাজ্যে, এমন আভাস দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টিপাত হবে বলেই ইঙ্গিত দেওয়া হয়েছে। সেই বৃষ্টিই হয়তো আজ থেকে শুরু হয়ে গেল। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে বৃষ্টি বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী থেকে অতিভারী বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে সব জায়গায় ঝড়ো হাওয়া বইবে বলেও জানান হয়েছে, যা এদিন বিকেলের পর থেকেই দেখা গিয়েছে।
বিগত কয়েক সপ্তাহ ধরেই গরমের প্রভাবে নাজেহাল অবস্থা হয়েছে বাংলায়। তাপমাত্রা একাধিক জায়গায় ৪০ ডিগ্রি ছাড়িয়েছিল, এমনকি কোনও কোনও জায়গায় ৪২ বা ৪৩ ডিগ্রিও হয়েছে। সব মিলিয়ে বাংলার মানুষ একজোট হয়ে যেন বর্ষণ চেয়ে আসছে শেষ কয়েক দিন ধরেই। এবার সেই বৃষ্টি শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে সকলে।