×

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কিছু জেলায় ৪০ কিমি বেগে দমকা ঝড়ো হাওয়ার পূর্বাভাস

 
rain

কলকাতা: মার্চ মাস পড়ে কিছুদিন হয়েছে। এখনই কালবৈশাখীর আভাস দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহ থেকেই ঝড়ের আঁচ মিলবে বলে অনুমান করা হচ্ছে। এরই মাঝে শনিবার পশ্চিমের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শুধু তাই নয়, কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। তাহলে কি কালবৈশাখীর ইনিংস শুরু হয়ে গেল?

আরও পড়ুন- বাড়ছে গ্যাসের দাম, কী করে জ্বালানির সাশ্রয় করবেন? মেনে চলুন সহজ নিয়মগুলি

আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। তবে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই শহরে। এদিকে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার কারণে দক্ষিণবঙ্গে কিছুটা ঝড়ো হাওয়া বইতেই পারে তবে তা গরমের অনুভূতিতে তেমন কোনও প্রভাব ফেলবে না। আপাতত অনুমান করা হচ্ছে, আগামী বুধবার থেকে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়ার বদল ঘটবে। প্রাথমিকভাবে বৃষ্টি না হলেও আকাশ মেঘলা থাকবে। তবে গরম অনুভূত হবেই। 

হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে উত্তরপ্রদেশ থেকে এক অক্ষরেখা বিহার, ছত্তিশগড় হয়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়েও বিস্তৃত হয়েছে। তার ফলে সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। সব অঙ্ক মিলে গেলে আগামী সপ্তাহেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। রাজ্যের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-সহ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই মেদিনীপুর, দুই বর্ধমানে শনিবার থেকেই মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বলে পূর্বাভাস। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও আভাস মিলেছে।

From around the web

Education

Headlines