Aajbikel

নিম্নচাপের ধাক্কায় আজ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, কত দিন চলবে?

 | 
ঝড়

কলকাতা:  গত দু’দিন ধরেই বিকেলে ঝড়-বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে৷ এবার টানা বর্ষণের ইঙ্গিত দিল হাওয়া অফিস৷ বুধবার থেকে শুরু হওয়া প্রাকৃতিক ঝঞ্ঝাট চলবে সপ্তাহান্ত পর্যন্ত। শুধু তা-ই নয়, এর মাঝে একদিন ঝোড়ো হাওয়ার দাপট বেশ খানিকটা বাড়বে বলেও সতর্ক করেছে হাওয়া অফিস। ওই দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।


সোমবারের পর মঙ্গলবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ঝড়ের দাপট এতটাই বেশি ছিল যে, গাছ উপড়ে পড়েছে। কলকাতাতেও বেশ কিছু জায়গা বৃষ্টিতে ভিজেছে৷ আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারও কলকাতা-জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সকাল থেকেই আকাশ অংশত মেঘলা থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ঝড়-বৃষ্টির প্রভাবে পারদ নামতে পারে ২৯ ডিগ্রি পর্যন্ত। তবে শুধু মহানগর নয়, কলকাতা লাগোয়া হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই  বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে৷ যা চলবে আগামী সোমবার সকাল পর্যন্ত।

আলিপুরের পূর্বাভাস, বৃহস্পতিবার ঝোড়ো হাওয়ার দাপট কিছুটা বাড়তে পারে৷ বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সমান তালে চলতে থাকবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। ওই দিনই দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত সপ্তাহের বাকি দিনগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে৷

হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ অক্ষরেখার জেরেই এই ঝড়বৃষ্টি৷ দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে ওই অক্ষরেখা। এই অক্ষরেখার জেরেই দক্ষিণবঙ্গ জুড়ে আগামী প্রায় এক সপ্তাহ স্বস্তির বৃষ্টি হবে দক্ষিণে। পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলায় বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহবিদেরা। 

Around The Web

Trending News

You May like