কলকাতা-সহ দক্ষিণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টিও

কলকাতা-সহ দক্ষিণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টিও

কলকাতা: মঙ্গলবার রাত থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে দুর্যোগ৷ বৃহস্পতিবার সকালেও আকাশের মুখ ভার৷ সূর্যের দেখা মেলেনি৷  কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জারি করা হয়েছে বৃষ্টির হলুদ সতর্কতা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে৷ সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে৷ কয়েকটি জেলায় শিলাবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বাতাস বইতে পারে বলে জানানো হয়েছে৷ 

বৃহস্পতিবার শিলাবৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার কিছু অংশে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং জেলার কোনও কোনও জায়গাতেও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে৷  শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে৷ তবে শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। মূলত উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হবে৷ ভিজবে কলকাতাও৷ শুক্রবার থেকে রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। মূলত বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =