কলকাতা: দফায় দফায় বৃষ্টি ও দমকা হাওয়ার জেরে এবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল রাস্তা দখল করে থাকা বিশাল আলোর তোরণ৷ আজ সন্ধ্যার কিছু আগে যাদবপুরের সুলেখা মোড়ের কাছে বিশাল একটি লাইটের গেট ভেঙে পড়ে৷ আর তার জেরে থমকে যায় যান চলাচল৷
সুলেখার পাশাপাশি বসিরহাট ও বর্ধমানে বেশ কয়েকটি গেট ভেঙে পড়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷ আর তার জেরে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে বলে খবর৷ যদিও রাস্তা আটকে বিশাল আলোর তোরণ করার উপর আগেই নিষেধাজ্ঞা ছিল৷ কিন্তু সেই নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে আলোর তোরণ নির্মাণকে কেন্দ্র করে শুরু হয়েছে নয়া বিতর্ক৷
যদিও বিশাল আলোর তোরণ রাস্তার উপর ভেঙে পড়লেও কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি৷ যুদ্ধকালীন তৎপরতায় বিশাল আলোর তোরণ সরিয়ে যানচলাচল স্বাভাবিক করার কাজে হাত লাগিয়েছে স্থানীয় প্রশাসন৷