মানচিত্র নিয়ে মমতার আনা অভিযোগ কার্যত স্বীকার করে নিল রেল

মানচিত্র নিয়ে মমতার আনা অভিযোগ কার্যত স্বীকার করে নিল রেল

কলকাতা: স্ট্র্যান্ড রোডে রেল ভবনে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে শুরু হয়েছে কেন্দ্র-রাজ্য তরজা৷ রেলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, দমকলকে মানচিত্র দেয়নি রেল৷ তাঁর আক্ষেপ, নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের মানচিত্র পাওয়া গেলে আরও আগে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়৷ এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা অভিযোগ অস্বীকার করেছে রেল। তাদের পাল্টা দাবি,  অকুস্থলে উপস্থিত ছিলেন রেলের আধিকারিকরা৷ সম্পূর্ণ সহযোগিতা করেছেন তাঁরা। তবে মানচিত্র নিয়ে মমতার আনা অভিযোগ কার্যত স্বীকার করে নিল রেল৷

আরও পড়ুন- রেল ভবনে আগুন: ঝলসে মৃত ৯, ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্র-রাজ্যের! দায়ের গাফিলতির মামলা

এ প্রসঙ্গে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মনোজ জোশী  বলেন, “ দুর্ঘটনার সময় রেলের আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। সেই মুহূর্তে হয়তো তাঁদের কাছে মানচিত্র ছিল না। কিন্তু রেলের কর্মীরা যথাযথ সহযোগিতা করেছে৷ রেল ভবনের কোথায় কী রয়েছে, সে বিষয়ে সম্পূর্ণ তথ্য তাঁরা উদ্ধারকারীদের জানিয়েছেন৷’’ 

প্রসঙ্গত,সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ পূর্ব রেলের ভবনে আগুন লাগে৷ রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরিস্থিতি খতিয়ে দেখার পরই তিনি রেলের উপর ক্ষোভ উগড়ে দেন৷ তিনি বলেন, ‘‘এটা রেলের পুরনো অফিস৷ রেলের জায়গা৷ অথচ রেলের কোনও অফিসার এখনও আসেননি৷ দমকলের তরফে একটা মানচিত্র চাওয়া হয়েছিল৷ সেটাও দেওয়া হয়নি৷’’ সেই সঙ্গে তিনি এও বলেন, ‘‘এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা৷ দুর্ঘটনাকে নিয়ে রাজনীতি করতে চাই না৷’’  

তবে মমতাকে পল্টা জবাবে রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইট করে বলেন, জেনারেল ম্যানেজার-সহ রেলের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে উদ্ধারকাজে সহযোগিতা করছেন৷  এই ঘটনমার তদন্তে উচ্চপদস্থ কমিটি গঠন করা হবে৷ ওই তদন্তকারী দলে চারজন উচ্চপদস্থ অফিসার থাকবেন৷  রেলের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, উচ্চপর্যায়ের এই তদন্তকারী দলকে নেতৃত্ব দেবেন রেলের মুখ্য নিরাপত্তা আধিকারিক জয়দীপ গুপ্তা। পাশাপাশি রাজ্য সরকার যদি তদন্ত করতে চায়, সেক্ষেত্রে রাজ্যকেও সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে৷  

আরও পড়ুন- রেলভবনে অগ্নিকাণ্ড: শোকপ্রকাশ মোদীর, রেলের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

এই ঘটনায়  ৯ জনের মৃত্যু হয়েছে৷। নিহতদের মধ্যে রয়েছেন রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথি মণ্ডল, দমকলের ৪ কর্মী, পুলিশের এক অফিসার এবং আরপিএফ-এর এক জওয়ান৷  এদিন নিতহদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − seventeen =