কয়লা-কাণ্ডের জট কাটাতে এবার তলব রেল আধিকারিকদের, ৪ মার্চ হাজিরার নির্দেশ

কয়লা-কাণ্ডের জট কাটাতে এবার তলব রেল আধিকারিকদের, ৪ মার্চ হাজিরার নির্দেশ

কয়লা: কয়লাকাণ্ডে এবার রেল আধিকারিকদের তলব করল সিবিআই৷ আসানসোল সিনিয়র ডিভিশনাল অপারেশন ম্যানেজার এবং আসানসোল ডিভিশনের চিফ কন্ট্রোলারকে তলব করা হয়েছে৷ তলব করা হয়েছে বারাবনি স্টেশনের ম্যানেজারকেও৷ প্রসঙ্গত, এই প্রথম কয়লাকাণ্ডে রেল আধিকারিকদের তলব করা হল৷ 

আরও পড়ুন-  টলিউডে ফের ফুটল পদ্ম, গেরুয়া শিবিরে এবার শ্রাবন্তী

গত কয়েক মাসে কয়লাকাণ্ডের তদন্তে নেমে একাধিক পুলিশ অফিসার, ব্যবসায়ীকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ কিন্তু এই প্রথম রেলের আধিকারিকদের নোটিশ পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷ ৪ মার্চ এই তিনজনকে তলব করেছে সিবিআই৷ কয়লা পাচার কাণ্ডে তাঁদের কাছ থেকে তথ্য পেতেই জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই৷ 

২০১৯ সালের ডিসেম্বর মাসে বারাবনি স্টেশন চত্বর থেকে প্রচুর পরিমাণে অবৈধ কয়লা বাজেয়াপ্ত করেছিল পুলিশ৷ এর পরেই সিবিআই আধিকারিকরা এই মামলার তদন্ত শুরু করেন৷ রেল আধিকারিকদের সঙ্গে যোগসাজশ করেই কয়লা মাফিয়ারা অবৈধভাবে কয়লা পাচার করত বলে অভিযোগ৷ 

এদিকে কয়লাকাণ্ডে উঠে এসেছে কলকাতার ২৬ জন ব্যবসায়ীর নাম৷ ইতিমধ্যেই ১০ জনের বাড়িতে হানা দিয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ৷ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে৷ যা কয়লা কাণ্ডের তদন্তে মদত করবে বলে জানিয়েছে ইডি৷ কী ভাবে কয়লাকাণ্ডের মূল পাণ্ডা অনুপ মাঝি ওরফে লালা এবং বিনয় মিশ্রের কাছে টাকা আসত তা খতিয়ে দেখছে ইডি৷ এই খোঁজ চালাতে গিয়েই উঠে আসে এই ২৬ জন ব্যবসায়ীর নাম৷ 

আরও পড়ুন- আগামীকাল থেকে সুপ্রিম কোর্টের বিচারপতিদের টিকাকরণ, পছন্দ মতো টিকা বাছায় অগ্রাধিকার

এই ব্যবসায়ীদের অ্যাকাউন্ট খতিয়ে দেখে লালা ও বিনয় মিশ্রের সঙ্গে টাকা লেনদেনের প্রমাণও মিলেছে৷ এর আগে কয়লা কাণ্ডে তল্লাশি চালানো হয়েছিল বাঁশদ্রোণীর ব্যবসায়ী রণধীর বার্নওয়ালের বাড়িতে৷ কয়লা পাচারের কালো টাকা বাজারে খাটানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + eighteen =