শিয়ালদহের ঘটনায় চালক সাসপেন্ড, প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানাল রেল

শিয়ালদহের ঘটনায় চালক সাসপেন্ড, প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানাল রেল

ba67bfef657f74dc4f0ee3e55e4a0e18

কলকাতা: শিয়ালদহ রেল স্টেশনের কাছে দু’টি লোকাল ট্রেনের ধাক্কার ঘটনায় বড় পদক্ষেপ নিল রেল কর্তৃপক্ষ। ঘটনার জন্য এক চালককে সাসপেন্ড করা হয়েছে। এদিকে প্রাথমিক তদন্তে রেল জানতে পেরেছে, যান্ত্রিক কোনও গোলযোগের কারণে ওই দুর্ঘটনা ঘটেনি। তাহলে কী ভাবে এই দুর্ঘটনা ঘটল? সেটাও জানান হয়েছে রেলের তরফে আর তার জেরেই সাসপেন্ড ওই চালক।

আরও পড়ুন- ডিসেম্বরের গোড়ায় তাপমাত্রা বাড়ল ৫ ডিগ্রি, ফের কবে নামবে পারদ?

বুধবার সকালে শিয়ালদহ কারশেডের কাছে দুর্ঘটনাটি ঘটে। কারশেডমুখী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে রানাঘাট লোকালের৷ একটি ট্রেন ফাঁকা থাকলেও, রানাঘাট লোকাল ছিল যাত্রী বোঝাই৷ অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেলেও বড় ক্ষতি যে হতে পারত তা বলাই বাহুল্য৷ একটি ট্রেনের চালকের কামরা এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল জানিয়েছে, সিগন্যাল অমান্য করার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। তাই ওই চালককে প্রাথমিক ভাবে সাসপেন্ড করা হয়েছে। তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট এলে বাকি ব্যবস্থা নেওয়া হবে।

এদিন শিয়ালদহ স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে কারশেডের দিকে যাচ্ছিল একটি খালি রেক৷ সেই সময় আপ রানাঘাট লোকালও বেরোচ্ছিল ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে। রেল সূত্রে জানা যাচ্ছে, শিয়ালদহ ডিআরএম অফিস পেরনোর পরই ওই খালি রেকটি রানাঘাট লোকালকে পাশ থেকে ধাক্কা মারে। সেই ধাক্কা খুব জোরালো না হলেও ক্ষতিগ্রস্ত রানাঘাটগামী ট্রেনের চালকের কামরা। তবে এই ঘটনায় বিশেষ কেউ আহত হননি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *