রাজ্যের উপর চাপবে রেলের ক্ষতির দায়? হাইকোর্টে পেশ হলফনামা

রাজ্যের উপর চাপবে রেলের ক্ষতির দায়? হাইকোর্টে পেশ হলফনামা

কলকাতা: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে গোটা রাজ্যজুড়ে চলা তাণ্ডবের রিপোর্ট পেশ করল রেল৷ আজ কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিয়ে তিন দিনে রেলের ক্ষতির বিপুল পরিমাণ খতিয়ান তুলে ধরা হয়েছে৷

কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিয়ে রেলের তরফে জানানো হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে  প্রতিবাদের নামে রেলের সম্পত্তি নষ্ট করা হয়েছে৷ আন্দোলনের নামে বাংলা বিভিন্ন রেল স্টেশনে ক্ষতির পরিমাণ কমক্ষে ৮৪ কোটি টাকা৷ রেলের সম্পত্তি নষ্ট হয়েছে৷

গতবছর ১৩ থেকে ১৫  ডিসেম্বর পর্যন্ত এই ক্ষতির তুলে ধরা হয়েছে রেলের তরফে৷ হলফনামায় বাংলায় মোট ৮৪ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে বলে দাবি করেছে রেল৷ কলকাতা হাইকোর্টে হলফনামা দায়ের করে আরও বেশ কিছু তথ্য পেশ করেছে রেল৷ আগামী চার সপ্তাহ বাদে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে৷

রেলের এই বিপুল পরিমাণ ক্ষতি দায় নেবে কে? এই নিয়ে মামলা গড়ায় আদালতে৷ আগেই রেলের তরফে জানানো হয়, রেলের সম্পত্তি রক্ষা করা রেলের কাজ হলেও আইন-শৃঙ্খলা রক্ষার দায় রাজ্যের৷ ফলে, আইন-শৃঙ্খলা অবনতির কারণে সম্পত্তি ক্ষতির দায় রাজ্যেরও৷ ফলে, রাজ্যকেও দিতে হবে ক্ষতিপূরণ৷ যদিও, তৃণমূল সুপ্রিমো রেলের সম্পত্তি ক্ষতির দায় পুরোপুরি রেলের উপর চাপিয়েছেন৷ এই নিয়ে চলছে মামলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 18 =