কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাস্থলে রেলমনত্রী বৈষ্ণব, পৌঁছলেন বাইকে চেপে

নয়াদিল্লি: সোমবার সকালে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রথমে জানা গিয়েছিল পাঁচজনের মৃত্যু হয়েছে৷ পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় পনেরো। আহতের সংখ্যা প্রায় ৬০৷ …

নয়াদিল্লি: সোমবার সকালে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রথমে জানা গিয়েছিল পাঁচজনের মৃত্যু হয়েছে৷ পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় পনেরো। আহতের সংখ্যা প্রায় ৬০৷  ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করে শোকজ্ঞাপন করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাস্থলে যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

নরেন্দ্র মোদী লিখেছেন, “রেল দুর্ঘটনায় যাঁরা নিজের ভালবাসার মানুষ হারিয়েছেন সেই সব পরিবারের প্রতি সমবেদনা রইল। প্রার্থনা করি আহতদের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হোক। উদ্ধারকাজ চলছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থলে যাচ্ছেন।”

 

এদিকে, রেলের তরফে কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে৷ মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণার পাশাপাশি আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

 

দিল্লি থেকে বাগডোগরা বিমানে নামার পর সেখানে একটি গাড়িতে কিছুদূর আসেন। দ্রুত পৌঁছনোর জন্য শর্টকাট রুট ধরতে এক ব্যক্তির বাইকের পিছনে বসে রওনা দেন রেলমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *