হওড়া: হাওড়া স্টেশনে দু’নম্বর প্ল্যাটফর্ম উঁচু করার কাজের জন্য বেশ কিছু দিন ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল। এবার তিন নম্বর প্ল্যাটফর্মে ওই একই কাজের জন্য দ্বিতীয় দফায় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করছে পূর্ব রেল। তারা জানিয়েছে, এই কাজের জন্য ১৫ দিন ধরে ব্লক নিয়ে কাজ করা হবে।
ব্লক শুরু হবে আজ, বৃহস্পতিবার থেকে। তার জেরে হাওড়া থেকে সাতটি লোকাল, দু’টি লোকাল বেলুড় মঠ থেকে, দু’টি লোকাল শেওড়াফুলি থেকে, একটি লোকাল শ্রীরামপুর থেকে এবং দু’টি লোকাল ব্যান্ডেল থেকে এইসব দিনগুলিতে বাতিল থাকবে। ব্লক চলাকালীন হাওড়া-রাজগীর প্যাসেঞ্জার ছাড়ার সময় পরিবর্তন করা হবে। ট্রেন চলাচল নিয়ন্ত্রণে খুব স্বাভাবিকভাবেই যাত্রীরা ভোগান্তিতে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও, এই কাজের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ জরুরি বলে পূর্ব রেল জানিয়েছে।