মিলল না অনুমোদন! বাতিল হল দিল্লিগামী ‘তৃণমূল এক্সপ্রেস’

মিলল না অনুমোদন! বাতিল হল দিল্লিগামী ‘তৃণমূল এক্সপ্রেস’

Approval Denied

কলকাতা: ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলে তৃণমূলের দিল্লি অভিযান কর্মসূচিতে আগাই ২ অক্টোবর গান্ধীজয়ন্তীতে রাজঘাটে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পর ধর্নায় বসবেন তৃণমূলের প্রথম সারির নেতা-নেত্রী ও সাংসদরা। তাঁদের সঙ্গে বাংলা থেকে রাজধানীতে পৌঁছবে জব কার্ড হোল্ডাররা৷ আর তাদের দিল্লি নিয়ে যেতেই বিশেষ ট্রেনের ব্যবস্থা করে ঘাসফুল শিবির। কিন্তু এখন জানা গেল, সেই ট্রেনের অনুমোদন মেলেনি। তাই শনিবার তৃণমূলের যে ট্রেন ছাড়ার কথা ছিল তা ছাড়ছে না। (Approval Denied)

হাওড়া স্টেশন থেকে তৃণমূল এক বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিল বাংলা থেকে দিল্লি লোক নিয়ে যেতে। শাসকদলের নেতারা এই ট্রেনটিকেই ‘তৃণমূল এক্সপ্রেস’ নাম দিয়েছিলেন। কিন্তু সূত্রের খবর, রেল জানিয়ে দিয়েছে যে, আগামী ৩০ সেপ্টেম্বরের জন্য যেমন যেমন বগির উল্লেখ করে আইআরসিটিসি ট্রেন চেয়েছে তা এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। অর্থাৎ, তৃণমূল যে ট্রেনের ব্যবস্থা কথা বলেছিল সেই বিশেষ ট্রেনের অনুমোদনই মেলেনি। ফলে ‘তৃণমূল এক্সপ্রেস’ হাওড়া থেকে ছাড়ছে না শনিবার। যদিও রেলের পক্ষে তৃণমূলকে কোনও চিঠি দেওয়া হয়নি। পূর্ব রেলের পক্ষে একটি চিঠি দেওয়া হয়েছে ভারতীয় রেলের অধীনে থাকা আইআরসিটিসি-কে। 

ট্রেন ভাড়া নেওয়ার যে দুটি পদ্ধতি ছিল তার মধ্যে একটি অবলম্বন করে তৃণমূল আইআরসিটিসি মারফত বুকিং করেছিল। ভাড়া নিয়েও কোনও সমস্যা ছিল বলে জানা যায়নি। তাই প্যান্ট্রি-সহ ২২টি স্লিপার বগির ট্রেন ট্রেন পাওয়া যাবে এবং সঠিক সময়ে হাওড়া থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়া যাবে বলে নিশ্চিত ছিল ঘাসফুল। তবে এখন তা হচ্ছে না। এর পিছনে অবশ্য তারা রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *