ব্রিডেগ ভরাতে ২২ লক্ষ টাকা দিয়ে বিশেষ ট্রেন চেয়েছিল তৃণমূল, আর্জি ফেরাল রেল

ব্রিডেগ ভরাতে ২২ লক্ষ টাকা দিয়ে বিশেষ ট্রেন চেয়েছিল তৃণমূল, আর্জি ফেরাল রেল

কলকাতা: লোকসভা ভোটের আগে আগামী রবিবার ব্রিডেগে সমাবেশ ডেকেছে তৃণমূল কংগ্রেস৷ ব্রিগেড ময়দান ভরাতে মরিয়া রাজ্যের শাসক শিবির৷ উত্তরবঙ্গ থেকে দলীয় কর্মীদের আনতে রেলমন্ত্রকের কাছে দুটি ট্রেন চেয়েছিল তৃণমূল৷ তার জন‌্য সিকিউরটি ডিপোজিট হিসাবে ২২ লক্ষ টাকাও দিতে রাজি ছিল ঘাসফুল শিবির৷ কিন্তু তা সত্ত্বেও মিলল না ট্রেন। 

৮ মার্চের ব্রিগেড সভায় নিউ কোচবিহার ও আলিপুরদুয়ার থেকে দলের কর্মীদের কলকাতায় আনতে এবং ১০ তারিখ উত্তরবঙ্গে ফেরার জন‌্য নির্দিষ্ট জায়গা পর্যন্ত দুটি ট্রেন রেলমন্ত্রকের কাছে চাওয়া হয়েছিল। সেই আর্জি খারিজ করে ওই দুই দিনই ‘অপারেশনাল কনস্ট্রেনটস’ দেখানো হয়েছে৷ অর্থাৎ ওই দিনগুলিতে ট্রেন চালানোর ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে বলে উল্লেখ করেছে রেল।

এর পরেই তৃণমূলের দাবি,  জনগর্জন সভাকে ভয় পেয়েছে বিজেপি৷ তারা রেলমন্ত্রকের উপর চাপ তৈরি করেছে। ট্রেন দিচ্ছে না রেল৷ দিল্লি যাত্রার সময়ও একই ঘটনা ঘটেছিল৷ সে কথা মনে করিয়ে রাজ্যের শাসক শিবিরের বক্তব্য, ট্রেন না দিয়ে তৃণমূলকে রোখা যাবে না। দলের কর্মীদের জন‌্য পর্যাপ্ত বাসের ব‌্যবস্থা করা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =