পুজোর আগেই চালু হবে লোকাল ট্রেন? জানালেন রেল বোর্ডের চেয়ারম্যান

রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার বলেন, রেল পরিষেবা চালু করার বিষয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তবে এক্ষেত্রে রাজ্যে পরপর লকডাউনের বিষয়টিও উল্লেখ করেন তিনি। গত মাসেই এর জেরে কিছু বিশেষ ট্রেন বন্ধ রাখতে হয়েছিল বলেও জানান।

কলকাতা:  পুজোর আগেই চালু হয়ে যাবে লোকাল ট্রেন পরিষেবা? এমন ইঙ্গিত ইতিমধ্যেই মিলেছে রাজ্য সরকারের তরফে। পরিষেবা শুরু করার বিষয়ে রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদবকে গতমাসেই চিঠি পাঠিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ফের একবার সেই ইঙ্গিত দিলেন রেল বোর্ডের চেয়ারম্যান৷

এদিন তিনি বলেন করোনা পরিস্থিতিতে রাজ্যগুলির সরকার সবুজ সংকেত দিলেই লোকাল ট্রেন পরিষেবা চালু করার বিষয়ে বিবেচনা করা হবে। তিনি  আরও বলেন, রেল পরিষেবা চালু করার বিষয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তবে এক্ষেত্রে রাজ্যে পরপর লকডাউনের বিষয়টিও উল্লেখ করেন তিনি। গত মাসেই এর জেরে কিছু বিশেষ ট্রেন বন্ধ রাখতে হয়েছিল বলেও জানান। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন নীতি আয়োগের সিএও অমিতাভ কান্ত৷ এদিকে করোনা আবহেই সতর্কতা বিধি মেনে কলকাতায় শুরু হয়ে গেছে মেট্রো পরিষেবা। লোকাল ট্রেন পরিষেবা চালু করার বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন বিনোদ কুমার। 

এই পর্বে রেল পরিষেবায় পরিকাঠামোর ওপর জোর দেওয়া হচ্ছে। রাজ্যের তরফে রেল বোর্ডকে দেওয়া চিঠিতেও জানানো হয়েছিল, করোনা বিধিনিষেধ মেনে বাংলায় মেট্রো এবং ট্রেন চালাতে অসুবিধা নেই। সেক্ষেত্রে পরিষেবা শুরুর আগে রেল বোর্ডের সঙ্গে একপ্রস্থ আলোচনার প্রস্তাবও দেওয়া হয়েছিল। মেট্রো পরিষেবা শুরু হয়েছে। কিন্তু যাত্রীসংখ্যার দিক থেকে মেট্রোর সঙ্গে লোকাল ট্রেনের তুলনা করা চলে না। লোকাল ট্রেনের ভিড় সামলাতে সামাজিক দূরত্ব সহ অন্যান্য স্বাস্থ্যবিধি বজায় রাখা যথেষ্টই কঠিন হবে। রেল কর্তৃপক্ষের বক্তব্য, করোনা বিধিনিষেধ মেনে পরিষেবা দিতে হলে রাজ্যের সহযোগিতাও প্রয়োজন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + one =