ব্যারাকপুর: সপ্তাহের শুরুতেই দুর্ভোগ। স্টেশনে রেল ওভারব্রিজ তৈরির দাবিতে সোমবার সকালে ব্যারাকপুর স্টেশনে অবরোধ শুরু করলেন নিত্যযাত্রীদের একাংশ। যার জেরে বিপত্তি শিয়ালদহ মেন শাখায়৷ ব্যস্ত সময়ে ভোগান্তির মুখে পড়েছেন হয়েছে নিত্যযাত্রীরা। রেলের তরফে জানানো হয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
জানা গিয়েছে, ফুট ওভারব্রিজের দাবিতে ব্যারাকপুর ১৪ নম্বর রেলগেটের কাছে অবরোধের ডাক দেওয়া হয়৷ অবরোধ ডাকে ব্যারাকপুর নাগরিক মঞ্চ৷ সেই মতো ওই সংগঠনের ব্যারাকপুর শাখার তরফে স্টেশন চত্বরে সকাল ৮ থেকে জমায়েত করা হয়। ব্যারাকপুর স্টেশন চত্বরে অবরোধকারীরা মিছিলও করেন৷ তার পর তাঁদের বক্তব্য রাখেন। এর পর পূর্ব পরিকল্পিত ঘোষণা অনুযায়ী ১৪ নম্বর গেটে অবরোধ শুরু হয়৷
জানা গিয়েছে, ২০২০ সালে আমফান ঝড়ের সময়ে ক্ষতিগ্রস্থ হয়েছিল ব্যারাকপুর স্টেশনের ওভারব্রিজটি। সেই বিপর্যয়ের পর ৩ বছর কেটে গেলেও একইরকম বেহাল অবস্থায় পড়ে রয়েছে ওই ফুটব্রিজটি। প্রশাসনের কাছে বারবার দরবার করেও লাভ হয়নি। প্রতিদিন অসুবিধার মধ্যে পড়তে হয় নিত্যযাত্রীদের৷ সেই কারণেই অবরোধের পথ বেছে নেয় ব্যারাকপুর নাগরিক মঞ্চ।
তবে এই অবরোধের জেরে সপ্তাহের প্রথম দিনেই নাকাল নিত্যযাত্রীরা। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে একের পর এক ট্রেন। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী জি আর পির পক্ষ থেকে অবরোধ তুলে দেওয়া হয়েছে। এরপরই বিক্ষোভকারীরা স্টেশন মাস্টারের ঘরে গিয়ে স্মারকলিপি জমা দেয়৷ রেলের তরফ থেকে দ্রুত ফুটব্রিজ তৈরির আশ্বাস দেওয়া হয়েছে৷