ট্রেনের ধাক্কায় জখম প্রৌঢ়কে সাহায্য করল না কেউ! অপেক্ষাতেই মৃত্যু

ট্রেনের ধাক্কায় জখম প্রৌঢ়কে সাহায্য করল না কেউ! অপেক্ষাতেই মৃত্যু

সোদপুর: তাড়াহুড়ো করে সময় বাঁচানোর চেষ্টা ছিল। কিন্তু আর যে কখনও বাড়ি ফেরা হবে না তা ভাবতে পারেননি পেশায় পুরোহিত উৎপল চক্রবর্তী। সোদপুরে রেললাইনে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তার। চটজলদি রেললাইন টপকে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু ট্রেনের এক ধাক্কায় সব শেষ। তবে তিনি বেঁচে যেতে পারতেন। দুঃখের বিষয়, তাকে লাইনে পড়ে থাকতে দেখেও কেউ এগিয়ে আসেননি। অমানবিক ঘটনার সাক্ষী থাকল সোদপুর স্টেশন।

ঘটনা হল, যজমানের বাড়ি পৌঁছনোর তাড়ায় কোনও মতে রেল গেট পেরিয়ে যেতে চেয়েছিলেন পুরোহিত, উৎপল। কিন্তু সোদপুরের ৮ নম্বর রেলগেট পেরনোর সময় শান্তিপুর লোকালের ধাক্কা লাগে তার। ছিটকে পড়েন উৎপল। কিন্তু তখন তিনি বেঁচে ছিলেন। হয়তো পরেও বেঁচে যেতে পারতেন। কিন্তু তাকে সাহায্য করতে কেউ এগিয়ে আসেননি। স্থানীয়দের অভিযোগ, সময়মতো পৌঁছয়নি রেল পুলিশ। অন্যদিকে, রেলের এলাকা হওয়ার খড়দহ থানার পুলিশও তাকে উদ্ধার করতে পারেনি। বিভিন্ন মন্দির ও আশপাশের বাড়িতে নিত্যপুজো করে দিন চলত উৎপলের। এদিনও পুজো করার তাড়াতেই রেলগেট পার হতে যাচ্ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হল না।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই পুরোহিত ছিটকে পড়ার পর বেশ কিছুক্ষণ বেঁচে ছিলেন। তার রক্তক্ষরণ হচ্ছিল কিন্তু তাকে সময় মতো হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি বেঁচে যেতেন। কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। পরে রেল পুলিশ  ঘটনাস্থলে এসে পৌঁছলে স্থানীয়দের সঙ্গে তাদের সাময়িক বচসা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 7 =