ইংরেজবাজার: কংগ্রেস সভাপতির সভার আগেই চূড়ান্ত বিশৃঙ্খলা৷ মালদহের চাঁচলের কলমবাগানের মাঠে কংগ্রেস কর্মীদের তাণ্ডবের অভিযোগ৷ ভিআইপি ব্যারিকেড ভেঙে উৎসাহী জনতার ঢুকে পড়েন৷ একে অপরের উপর চেয়ার ছুঁড়তে থাকেন৷ ভেঙে দেওয়া হয় ব্যারিকেড৷ ঘটনায় জখম হয় বেশ কয়েকজন৷
জনতার হুড়োহুড়ি সামাল দিতে কার্যত দর্শকের ভূমিকা নিতে দেখা যায় পুলিশ কর্মীদের৷ কেননা, সভাস্থলে এতটাই ভিড় ছিল যে পুলিশ কর্মীদের তরফে তা সামাল দেওয়া যায়নি৷ পরিস্থিতি বেগতিক দেখে মাইক হাতে জনতাকে শান্ত হতে বলেন প্রদেশ নেতৃত্ব৷ কি কে শোনে কার কথা! বাঁশের ব্যারিকেড ভেঙে জলপ্লাবন ধেয়ে আসে মূল মঞ্চের দিকে৷ পরে, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়৷
আজ, শনিবার মালদহের চাঁচলের কলমবাগানে জনসভা করতে আসছেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবারের লোকসভা নির্বাচনের প্রচারে এ রাজ্যে রাহুল গান্ধীর প্রথম ওই জনসভাকে ঘিরে শাসক এবং বিরোধীদের মধ্যে বিশেষ কৌতূহল তৈরি হয়েছে। বস্তুত, এই জনসভা থেকে তৃণমূল কংগ্রেস ও মৌসম নুরকে নিয়ে কংগ্রেস সুপ্রিমো কী বক্তব্য রাখেন সেদিকে কংগ্রেস তো বটেই, রাজনৈতিক মহলেরও নজর থাকবে৷ তবে, সভা শুরুর আগেই এই ঘটনায় বেশ অস্বস্তিতে প্রদেশ নেতৃত্ব৷