তৃণমূল থাকলে বাংলা হয়ে যাবে আফগানিস্তান! বিস্ফোরক দাবি গেরুয়া নেতার

তৃণমূল থাকলে বাংলা হয়ে যাবে আফগানিস্তান! বিস্ফোরক দাবি গেরুয়া নেতার

কলকাতা: বাংলায় যতদিন তৃণমূল কংগ্রেস সরকার থাকবে তত দিনের মধ্যে পশ্চিমবঙ্গ পরিণত হবে আফগানিস্তানে! তাই যত তাড়াতাড়ি সম্ভব বাংলা থেকে এই সরকারকে উৎখাত করতে হবে। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করে এমন মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি আরো বলেন, আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে পারবেন না।

রাহুল সিনহার কথায়, এই রাজ্যে যতদিন এই সরকার থাকবে ততদিন হিংসা এবং অশান্তি বাড়বে। অল্পদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ পরিণত হবে আফগানিস্তানে তৃণমূল কংগ্রেস সরকারের জন্য। তাই সাধারণ মানুষের উচিত যত তাড়াতাড়ি সম্ভব এই সরকারকে উৎখাত করে দেওয়া। এই প্রসঙ্গে রাহুল আরো বড় দাবি করে বলেন, বাংলার আগামী বিধানসভা নির্বাচন অর্থাৎ ২০২৬ সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে পারবেন না। যদিও পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন বা বিজেপি আদৌ এর মধ্যে ক্ষমতায় আসতে পারবে কিনা সেই ব্যাপারে কোনো মন্তব্য করেননি বিজেপি নেতা। এদিকে এই মন্তব্য করার পাশাপাশি ভবানীপুর উপনির্বাচন নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন রাহুল।

গেরুয়া নেতার বক্তব্য, সারা দেশে উপনির্বাচন ছেড়ে দিয়ে শুধু বাংলায় উপনির্বাচন করা হল পুজোর আগে। এর জন্য সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে হবে নির্বাচন কমিশনকে কারণ এখন ভোট করানোয় সমস্যা বেড়েছে মানুষের। তিনি আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন কী থাকবেন না তার জন্যই নির্বাচন কমিশন এখন নির্বাচন করিয়েছে। এই উপনির্বাচনকে ‘অকাল বোধন’ বলেও কটাক্ষ করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =