‘পাপ বিদায় হয়েছে’, কাকে ইঙ্গিত করে একথা বললেন রাহুল?

‘পাপ বিদায় হয়েছে’, কাকে ইঙ্গিত করে একথা বললেন রাহুল?

বাঁকুড়া: ‘‘যারা কিছু পাওয়ার আশায় আমাদের দলে এসেছিল তারাই গিয়েছে। ‘পাপ বিদায়’ হয়ে বিজেপির মঙ্গলই হয়েছে৷’’ বুধবার বাঁকুড়ার ছাতনায় এসে দলীয় বিধায়কদের দলত্যাগ প্রসঙ্গে এই মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। এদিন তিনি আরও বলেন, ‘‘যে সমস্ত বেনোজল দলে ঢুকেছিল তা বেরিয়ে যাওয়ায় বিজেপির পক্ষে স্বাস্থ্যকর৷’’

কাকে ইঙ্গিত করলেন তা অবশ্য স্পষ্ট না করলেও রাহুল ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন, মুকুল রায়ের প্রসঙ্গই৷ তাঁর কথায়, ‘‘অনেকে তৃণমূল থেকে এসে এমন হাবভাব দেখাচ্ছিলেন যে তাঁরাই এরাজ্যের বিজেপির হর্তাকর্তা হয়ে উঠবেন৷ কিন্তু বাস্তবে তো আমরা উলটো চিত্র দেখলাম৷’’

সম্প্রতি বিশেষ কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছেন বাঁকুড়ার শালতোড়ার দলীয় বিধায়ক চন্দনা বাউরী৷ ইতিমধ্যে নিজের এবং অন্যের সংসার ভাঙার গুরুতর অভিযোগ উঠেছে চন্দনার বিরুদ্ধে৷ যার জেরে সম্প্রতি আদালতে গিয়ে আত্মসমর্পণও করতে হয় বিধায়ককে৷ যদিও রাহলের দাবি, ‘‘বিশাল জনসমর্থণ নিয়ে জেতার পর চন্দনা বাউরীকে চক্রান্ত করে অস্বস্তির মধ্যে ফেলার চেষ্টা চলছে। আর এই কাজে শাসক দলের অঙ্গুলি হেলনে পুলিশ অতিসক্রিয়তা দেখাচ্ছে৷’’

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি-র তলব প্রসঙ্গেও কৌশলী মন্তব্য করেছেন রাহুল৷ তাঁর কথায়, ‘‘উনি নির্দোষ হলে ছাড় পাবেন। না হলে তথ্য প্রমাণ পেলে ইডি যা করার করবে। আর তা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ আটকাতে পারবে না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 7 =