নজরে মতুয়া ভোট! ফের নাগরিকত্বের টোপ বিজেপি প্রার্থী রাহুল সিনহার, বিঁধল তৃণমূল

নজরে মতুয়া ভোট! ফের নাগরিকত্বের টোপ বিজেপি প্রার্থী রাহুল সিনহার, বিঁধল তৃণমূল

ঠাকুরনগর: একুশের ভোটে নিশ্চিতভাবেই বিজেপি’র কাছে অন্যতম ফ্যাক্টর মতুয়া ভোট৷ মতুয়া ভোট পেতে তাই ফের নাগরিকত্বের তত্ব হাজির করলেন বিজেপি প্রার্থী রাহুল সিনহা৷ এদিন ঠাকুরনগরে প্রচারে গিয়ে রাহুল বলেন, ২ তারিখ ফল ঘোষণার পর এক মাসের মধ্যে উদ্বাস্তুদের নাগরিকত্বের কার্ড দেওয়ার বন্দোবস্ত করবে ভারতীয় জনতা পার্টির সরকার৷ যদিও তার পাল্টা জবাব দেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর৷ কটাক্ষ করে বলেন, মতুয়াদের টুপি পরানোর চেষ্টা করছে বিজেপি৷  

আরও পড়ুন-  ‘ফুরফুরা শরীফের চ্যাংড়া’! মমতার নিশানায় আব্বাস

শনিবার ঠাকুরনগরে গিয়ে নাগরিকত্বের টোপ দেওয়ার চেষ্টা করেন রাহুল সিনহা৷ তিনি বলেন, ক্ষমতায় আসার এক সপ্তাহের মধ্যে যে সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে, তার মধ্যে অন্যতম হল মতুয়াদের নাগরিকত্ব দান৷ আর ঠিক এক মাসের মধ্যে নাগরিকত্বের কার্ড পেয়ে যাবেন মতুয়ারা৷ উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই মতুয়া ভোট টানার কৌশল নেন রাহুল সিনহা৷ 

প্রসঙ্গত, এর আগে ঠাকুরনগরে গিয়ে নাগরিকত্ব প্রদানের প্রথম টোপটা দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বলেছিলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে, ভ্যাকসিন পর্ব মিটলেই শুরু হবে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কাজ৷ সেখান থেকে আরও একধাপ এগিয়ে রাহুল বলেন, ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই নাগরুকত্বের কার্ড দেওয়া হবে৷ মতুয়া ভোট ব্যাঙ্ক দখলে এই মোক্ষম দাওয়াই দেন তিনি৷ 

এর পর বাংলাদেশ সফরে গিয়ে সেখানেও কৌশলে মতুয়াদের মন জয়ের চেষ্টা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ হরিচাঁদ ঠাকুরের জন্ম ভিটেতে দাঁড়িয়ে মতুয়া সমাজের ভূয়সী প্রশংসা করেন তিনি৷ তাঁর সঙ্গে ছিলেন সাংসদ শান্তনু ঠাকুর৷ তাঁরও প্রশংসা শোনা যায় মোদীর মুখে৷ সেই পথে হেঁটেই এবার নগরিকত্বের টোপ দিলেন রাহুল সিংহা৷ 

আরও পড়ুন- পুলিশের ড্রেস পরিয়ে লোক ঢুকিয়ে দিচ্ছে বিজেপি! ভয় দেখাচ্ছে, অভিযোগ মমতার

যদিও বিজেপি প্রার্থীকে একহাত নিয়ে মমতা বালা ঠাকুর বলেন, মতুয়াদের টুপি পরানোর চেষ্টা চলছে৷ ২০১৯ সালে বিজেপিকে ভোট দিয়ে মতুয়ারা যে ভুলটা করেছিল, এবার আর সেই ভুলটা করবে না৷ তবে বিধানসভায় কোনও মতুয়া প্রার্থী না দেওয়ায় দলের বিরুদ্ধে অসন্তোষও প্রকাশ করেন তিনি৷ অন্যদিকে, কড়া সমালোচনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, নারগিকত্বের নামে মতুয়াদের ভাঁওতা দিচ্ছে বিজেপি৷ মতুয়ারা এদেশের নাগরিক না হলে অমিত শাহ-নরেন্দ্র মোদীরও নাগরিকত্ব নেই৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *