গোয়ালপোখর: অবশেষে বাংলার বিধানসভা নির্বাচনের প্রচারে রাজ্যে এসেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আগেই জানা গিয়েছিল যে পঞ্চম দফার আগে রাজ্যে আসবে কংগ্রেস হাইকমান্ড। সেই প্রেক্ষিতে এদিন উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে জনসভা করলেন রাহুল গান্ধী। বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি একহাত নিলেন বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকেও। বললেন ভোট ভাগ করে বাংলা ভাগের পরিকল্পনা রয়েছে তাদের।
এদিন রাহুল বলেন, বাংলার জন্য নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই কিছুই করেননি। বিজেপির একমাত্র লক্ষ্য সকলকে নিজেদের মধ্যে জড়িয়ে দেওয়া যাতে কেউ তাঁকে প্রশ্ন করতে না পারে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলায় কোনরকম উন্নতি হয়নি। এবারের নির্বাচনে তিনি বলছেন খেলা হবে, কিন্তু খেলতে গেলে রাস্তায় খেলতে হবে। বাংলায় কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ময়দানে খেলা হোক তা মমতা বন্দ্যোপাধ্যায় চান না। একই সঙ্গে রাহুল গান্ধীর অভিযোগ, বাংলাকে ভাগ করার চেষ্টা করছে বিজেপি এবং তিনি বাংলাকে বাঁচাতে এসেছেন। বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে এক হাত নিয়ে রাহুল গান্ধী মন্তব্য করেন, এতদিন ধরে বাংলার জন্য মোদী এবং মমতার সরকার কিছু করেনি, এদিকে বিজেপি ভারতের অর্থনৈতিক ব্যবস্থাকে শেষ করে দিয়েছে।
রাহুল আরো বলেন, কৃষক থেকে শুরু করে বেকারত্ব সমস্যা কোন রকম সমাধান করতে পারেনি বিজেপি সরকার। এদিকে ব্যবসায়ীদের জীবন সংকটে পড়ে গেছে। যারা সোনার বাংলা গঠন করার কথা বলছেন তাদের আসলে ৫-১০ জন বন্ধু রয়েছে, শুধুমাত্র তাদেরই কর মাফ করা হয়। একই সঙ্গে নোটবন্দি ইস্যু নিয়ে বিজেপি সরকারকে ফের একবার একহাত নেন রাহুল গান্ধী। বলেন, এই সিদ্ধান্তের জন্য কারুর ফায়দা হয়নি আর কোনরকম কালো টাকা উদ্ধার হয়নি। সব টাকা নরেন্দ্র মোদীর ওই বন্ধুদের কাছে চলে গেছে। পাশাপাশি তাঁর মন্তব্য, করোনা এলে মোদী বলেন, হাততালি দাও। দীপ জ্বালাও। করোনা চলে গিয়েছে? করোনা নিয়ে চিন্তিত নয় কেন্দ্রীয় বা রাজ্য সরকার, তোপ রাহুলের।