বিজেপি কতটা ভয়ঙ্কর? ব্যাখ্যা দিয়ে বোঝালেন রাহুল

বিজেপি কতটা ভয়ঙ্কর? ব্যাখ্যা দিয়ে বোঝালেন রাহুল

গোয়ালপোখর: পঞ্চম দফার নির্বাচনের আগে অবশেষে রাজ্যে প্রচারের জন্য এসেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। জনসভা করে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন ভারতীয় জনতা পার্টি শিবির এবং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে। একাধিক ইস্যু নিয়ে মন্তব্য করে তিনি সভায় আগত সকলকে বোঝানোর চেষ্টা করলেন যে বিজেপি রাজ্যের জন্য বা দেশের জন্য কতটা ভয়ঙ্কর। নোট বন্দি থেকে শুরু করে করোনাভাইরাস পরিস্থিতি, বেকারত্ব থেকে শুরু করে পরিযায়ী শ্রমিক সমস্যা, সব ইস্যুতে মন্তব্য করে বিজেপিকে এক হাত নিলেন রাহুল। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতেও ছাড়লেন না তিনি। 

এদিন রাহুল বললেন, বর্তমান বিজেপি সরকার সাধারণ মানুষের সরকার নয়, নরেন্দ্র মোদীর কয়েকজন বন্ধুর জন্য এই সরকার এবং তারাই দেশ চালাচ্ছে। তারা যা বলছে প্রধানমন্ত্রী তাই করছেন। করোনাভাইরাস পরিস্থিতি খারাপ হওয়ার অনেক আগে থেকে সরকারকে অনুরোধ জানানো হয়েছিল যে তারা যাতে আগাম ব্যবস্থা নেয়। কিন্তু কেন্দ্রীয় সরকার কোন কথা তখন শোনেনি, এদিকে ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর গোটা দেশকে বলেছে থালা বাজাতে, মোবাইল ফোনের আলো জ্বালাতে। এদিকে কোন রাজনৈতিক দলের পরামর্শ না নিয়ে এই হঠাৎ লকডাউন ঘোষণা করে দেওয়া হয়েছিল। রাহুল দাবি করেন, বর্তমান বিজেপি সরকার অর্থ ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা সব শেষ করে দিয়েছে। এদিকে ভারতের বেকারত্বের হার সর্বকালীন খারাপ অবস্থায় রয়েছে। এর পাশাপাশি নোট বন্দি এবং জিএসটি ইস্যু নিয়েও বিজেপিকে আক্রমণ করেন রাহুল। তিনি বলেন, বাংলায় এসে বিজেপির প্রচার করছে যে তারা সোনার বাংলা গঠন করবে, কিন্তু তারা শুধুমাত্র মানুষের মানুষের বিভেদ সৃষ্টি করতে পারে এবং অসম, তামিলনাড়ুর মতো এখানেও একই জিনিস চেষ্টা করছে। 

বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করে তিনি বলেন, বাংলার বেকারত্বের হার খারাপ এবং মুখ্যমন্ত্রী মঞ্চে উঠে দাবি করে বলতে পারবেন না তিনি কত জনকে চাকরি দিয়েছে। বাংলার যুবসমাজও জানে যে বাংলায় চাকরি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলতে পারবেন না যে তিনি কটা বিশ্ববিদ্যালয় এবং বিদ্যালয় তৈরি করেছেন। তাই রাজ্যের হাল ফেরানোর জন্য বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে নয়, সংযুক্ত মোর্চাকেই ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 14 =