বঙ্গে লাগামছাড়া করোনা, রাজ্য সফর বাতিল করলেন রাহুল

বঙ্গে লাগামছাড়া করোনা, রাজ্য সফর বাতিল করলেন রাহুল

কলকাতা: বিধানসভা নির্বাচনের শুরু থেকে কংগ্রেস নেতৃত্ব বাংলায় প্রচারে আসেনি। পঞ্চম দফার আগে বঙ্গ সফরে এসে জনসভা করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তবে আর তিনি আসবেন না রাজ্য সফরে। কারণ পশ্চিমবাংলার করোনাভাইরাস পরিস্থিতি। সাধারণ মানুষের কথা চিন্তা করে নিজের রাজ্য সফর বাতিল করেছেন রাগা। 

এদিন টুইট করে তিনি জানিয়েছেন, “রাজ্যের যা করোনাভাইরাস পরিস্থিতি তার জন্য আমি আমার সমস্ত জনসভা বাতিল করলাম। আমি প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে পরামর্শ দেওয়ার চেষ্টা করব যে, রাজ্যের পরিস্থিতি সম্পর্কে ভেবে বড় জনসভা করার আগে একবার ভেবে নিতে।” সম্প্রতি গোয়ালপোখর এবং মাটিগড়া নকশালবাড়িতে সভা করেছিলেন রাহুল গান্ধী। তবে আর তিনি রাজ্য সফরে আসবেন না বলে স্পষ্ট করে দিয়েছেন। কিছুদিন আগে বামফ্রন্টের তরফে জানানো হয়েছিল রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখে তারা বড় জমায়েত বা মিটিং এবং মিছিল করবে না। বাড়ি বাড়ি গিয়ে প্রচার এবং ভার্চুয়ালি প্রচারের জোর দেওয়া হবে। যদিও তৃণমূল কংগ্রেস দাবি করেছিল যে শেষ তিন দফার নির্বাচনের দিনে করতে, তবে নির্বাচন কমিশনের কাছে গিয়ে এই প্রস্তাবে সম্মতি জানায়নি বিজেপি এবং বামফ্রন্ট। তবে কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী যেভাবে ভোটের আবহেও নিজের সফর এবং জনসভা বাতিল করলেন, তা অবশ্যই প্রশংসনীয়। একইসঙ্গে প্রশ্ন ওঠে, দেশের তথা রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতির কথা জেনেও কেন জনসভা এবং মিছিল নিয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

 

উল্লেখ্য,  শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬১ হাজার ৫০০ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ১,৫০১ জনের। সাম্প্রতিক সময়ে এটি একটি নতুন রেকর্ড। গত দেড় বছরে একদিনে এত সংক্রমণ হয়নি দেশে। পশ্চিমবঙ্গেও দৈনিক সংক্রমণ বেড়ে ৭ হাজার ৭১৩ হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে বাংলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =