পিছনে লকেট, সকাল সকাল হুগলির গণনাকেন্দ্রে রচনা

কলকাতা: গণনার শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে পিছনে ফেলে এগিয়ে গেলেন রচনা বন্দ্যোপাধ্যায়। লকেট বিজেপি’র বিদায়ী সাংসদ৷ তবে রাজনীতিতে একেবারেই…

কলকাতা: গণনার শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে পিছনে ফেলে এগিয়ে গেলেন রচনা বন্দ্যোপাধ্যায়। লকেট বিজেপি’র বিদায়ী সাংসদ৷ তবে রাজনীতিতে একেবারেই আনকোড়া রচনা।

এদিকে, গণনার শুরু হওয়ার কিছুক্ষণ বাদেই হুগলির গণনাকেন্দ্র এইচআইটি কলেজে এলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সকাল ৮টা ২০ মিনিট নাগাদ গণনাকেন্দ্রে তলে আসেন তিনি। সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলেন৷ কতটা দুশ্চিন্তা হচ্ছে৷ জানতে চাওয়া হলে রচনা বলেন, ‘‘রাতে ভালোই ঘুম হয়েছে। টেনশন নেই, তবে এত দিনের পরিশ্রম, চিন্তা তো একটা থাকবেই। তৃণমূল জিতবে বলেই আমার বিশ্বাস৷ আমি সবাইকে শুভেচ্ছা জানাব।’’ তবে জিতলে মিষ্টিমুখ করার প্রশ্ন নেই। কারণ প্রচারের সময় প্রচুর দই-মিষ্টি খাওয়া হয়েছে, তাই এ বার ডায়েটে থাকতে চান তৃণমূলের তারকা প্রার্থী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *