Aajbikel

প্রচারে গিয়ে এবার ঘুগনি খেলেন রচনা! বললেন, ‘খাওয়ার মধ্যেই আছি’

 | 
রচনা

কলকাতা: আসন্ন লোকসভা ভোটে হুগলি কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে৷ নাম ঘোষণা হওয়ার পর থেকেই চুটিয়ে প্রচার শুরু করেছেন তিনি৷ হুগলি কেন্দ্রে মাটি কামড়ে প্রচার চালাচ্ছেন তৃণমূল প্রার্থী৷ সেই সঙ্গে চলছে জনসংযোগ৷ এর আগে হুগলির দই খেয়ে মুদ্ধ হয়ছিলেন রচনা৷ ভূয়সী প্রশংসা করেছিলেন সিঙ্গুরের গরুর। এ বার প্রচারে বেরিয়ে চেটেপুটে খেলেন ঘুগনি। খাওয়ালেন দলের কর্মীদেরও। বললেন, ‘‘এতো বাড়ির চেয়েও ভাল!’’ রচনা আরও বলেন, "এখানকার দইও খুব ভালো৷ ঘুগনিও ভালো। আমি তো খাওয়ার মধ্যেই আছি।"

বৃহস্পতিবার সকালে পাণ্ডুয়ার শিখিরা চাপতা পঞ্চায়েতের বেলে গ্রামে ভোটপ্রচারে যান গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাস্তার পাশে গরম ঘুগনি বিক্রি হচ্ছে দেখেই তিনি সেখানে দাঁড়িয়ে পড়েন। তারপর নিজে ঘুগনি খান, দলের কর্মীদেরও ঘুগনি খাওয়ান। এরপর মাঠে আলু তোলা হচ্ছে দেখেই সোজা জমিতে নেমে পড়েন। দিদি নাম্বার ওয়ানকে সামনে থেকে দেখেই খেতমজুররা আলু তোলা বন্ধ করে দেন। তাঁদের সঙ্গে জমিয়ে আড্ডা দেন রচনা।

Around The Web

Trending News

You May like