হামলার আশঙ্কা, হেলমেট পরে ঘুরছেন রবীন্দ্রনাথ

হামলার আশঙ্কা, হেলমেট পরে ঘুরছেন রবীন্দ্রনাথ

নাটাবাড়ি: চতুর্থ দফায় নির্বাচন শুরু হতে না হতেই হামলার আশঙ্কায় রয়েছেন প্রার্থী! গত তিন দফায় সকাল থেকেই একাধিক জায়গায় হামলার ছবি ধরা পড়েছে রাজ্যে। তাই আজ যে একই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় ঘুরতে পারে তার অনুমান রয়েছে। সেই প্রেক্ষিতে বলা যায় আগেভাগে ‘তৈরি’ থাকছেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি সকাল থেকেই মাথায় হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছেন। আশঙ্কা করছেন, যে কোনো সময় তার ওপর আক্রমণ হতে পারে। এর আগের তিন দফা নির্বাচনের একাধিক প্রার্থী আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মিলিয়ে। তাই প্রার্থীর ওপর হামলা এমন কোনো নতুন ব্যাপার নয়। সেই প্রেক্ষিতেই নিজেকে প্রস্তুত রেখেছেন রবীন্দ্রনাথ। 

গতকাল ভোট প্রেক্ষিতে মন্তব্য করতে গিয়ে হাতে লাঠি তুলে নেওয়ার কথা বলেন তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ৷ তিনি বলেন, বুথে যেতে সিআরপিএফ, বিজেপি’র লোকজন বাধা দিলে প্রতিরোধ করতে হবে৷ আত্মরক্ষার জন্য যা প্রয়োজন তাই করা হবে৷ হুঙ্কার তাঁর৷ রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘‘নির্বাচন কমিশন ভোট ঘোষণার আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হবে বলে মানুষকে আশ্বস্ত করেছিল৷ বলা হয়েছিল, ভোট হবে অবাধ ও সুষ্ঠ৷ নির্বাচনে কোনও ভয়-ভীতি থাকবে না৷ মানুষ নির্ভয়ে ভোট দিতে যেতে পারবে৷ প্রয়োজনে সিআরপিএফ বাড়ি থেকে ভোটারদের নিয়ে এসে ভোট দেওয়ার ব্যবস্থা করবে৷ কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না৷’’ 

তাঁর কথায়, ‘‘প্রচুর এফআইআর করা হয়েছে৷ অবজার্ভারদের চিঠি দেওয়া হয়েছে৷ এসপিকে বলা হয়েছে৷ তার পরেও কোনও পদক্ষেপ করা হয়নি৷ যদি সিআরপিএফ আর বিজেপি’র হার্মাদরা অন্যান্য জায়গার মতো এখানেও কোনও বাধা সৃষ্টি করে মানুষ প্রতিরোধ গড়ে তুলবে৷ প্রয়োজনে যা যা করার তাই তাই করবে৷ দরকার পড়লে আত্মরক্ষার জন্য লাঠি হাতে বুথে গিয়ে ভোট দেবে৷ আমরা হাতে চুড়ি পরে বসে থাকব না৷ চোখের সামনে মানুষকে অত্যাচারিত হতে দেব না৷’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *