‘গভীর অভিসন্ধি! গলার টোনটাতেই বুঝে গিয়েছিলাম… ফোনকল নিয়ে মুখ খুললেন নির্যাতিতার মা

কলকাতা: আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য৷ চারিদিকে প্রতিবাদ-বিক্ষোভ৷ অথচ এখনও এই ঘটনার কোনও রহস্য ভেদ সম্ভব হয়নি৷ তদন্ত চালাচ্ছে…

rg kar baba ma

কলকাতা: আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য৷ চারিদিকে প্রতিবাদ-বিক্ষোভ৷ অথচ এখনও এই ঘটনার কোনও রহস্য ভেদ সম্ভব হয়নি৷ তদন্ত চালাচ্ছে সিবিআই৷ স্বতঃপ্রণোদিত মামলা করেছে সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের প্রশ্ন, কেন নির্যাতিতার বাবা-মাকে প্রথমে ফোন করে জানানো হয়েছিল, তাঁদের মেয়ে আত্মহত্যা করেছেন।

সেই ফোনের বিষয়েই এবার মুখ খুললেন ওই নিহত পড়ুয়া চিকিৎসকের মা৷ তিনি জানান, ফোনে মেয়ের মৃত্যু সংবাদ শোনার পরই তাঁরা আঁচ করতে পেরেছিলেন ভয়ঙ্কর কোনও অভিসন্ধী রয়েছে৷ ফোনের ওপ্রান্তে থাকা ব্যক্তির ‘গলার টোন’ই তাঁদের মনে সংশয়ের দাগ টেনে দিয়ে গিয়েছিল।

নির্যাতিতার মা সংবাদমাধ্যমে বলেন, “আমরা বাড়িতে ফোন পাওয়ার পরই বিষয়টা বুঝে গিয়েছিলাম যে, ওরা কিছু একটা চেপে দিতে চাইছে। এর পর যখন গাড়ি করে হাসপাতালে যাচ্ছিলাম, তখনই ওদের গলার স্বরেই বুঝে গিয়েছিলাম।” নির্যাতিতার বাবা বলেন, “কাউকে মৃত্যু সংবাদ দেওয়ার আগে যে ধরনের গলার স্বর থাকে.. ওই স্বরটাতেই বোঝা যাচ্ছে।”

তাঁদের কথায়, “পুলিশের ওপর প্রথমে আস্থা ছিল। এখন সব আশ্বাস উঠে গিয়েছে। ব্যাপারটা গুলিয়ে দেওয়া হয়েছে।তবে সিবিআই-এর ওপর আমাদের আস্থা রয়েছে।” আরজি করের নিহত চিকিৎসকের মা বলেন, “একটা করে দিন যাচ্ছে, আর আমরা যেন হেরে যাচ্ছি৷ মনে হচ্ছে…” এ কথা বলেই কেঁদে ফেললেন তিনি। সেই সঙ্গে তাঁদের বার্তা, তাঁরা সবসময় আন্দোলনকারী ছাত্রদের পাশে রয়েছেন৷ প্রয়োজনে পথেও নামবেন।