গ্যাস লিক করে গেরস্থের ঘরে আগুন, দমকলের উপস্থিতিতে প্রাণ রক্ষা

গ্যাস লিক করে গেরস্থের ঘরে আগুন, দমকলের উপস্থিতিতে প্রাণ রক্ষা

নদীয়া: রান্নাঘরে রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করে ভয়াবহ আগুন। আগুনের তীব্রতা বেশি ছড়িয়ে পড়ায় পাশাপাশি ঘরগুলোতেও আগুন লেগে যায়৷ আতঙ্কিত এলাকার বাসিন্দাদের তরফে যোগাযোগ করা হয়, দমকলের সঙ্গে৷ খবর পেয়ে এরপরই ঘটনাস্থলে আসে দমকল বাহিনীর কর্মীরা৷ বেশ খানিকটা সময়ের চেষ্টায় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন৷ ফলে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন পরিবারের লোকজন।

ঘটনাটি শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া অঞ্চলের তাল পাড়া এলাকায়৷ জানা যায় মঙ্গলবার সকাল নাগাদ ওই এলাকার বাসিন্দা মিনাল সরকারের বাড়ির রান্না ঘরে রান্না করতে গিয়ে হঠাৎই গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করে। এরপরেই গোটা রান্নাঘরে আগুন লেগে যায়৷ পরিবারের অন্যান্য সদস্যরা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নেভাতে পারিনি। এরপর আগুনের তীব্রতা বেশি থাকার কারণে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির অন্যান্য জায়গায়।

পরিবারের লোকজন ফোন করে দমকল অফিসে৷ মাত্র ১০ মিনিটের মধ্যেই দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ বিষয়ে দমকল আধিকারিকেরা জানান ,রান্নাঘরের গ্যাস সিলিন্ডার লিক করেই এই আগুন৷ পরিবারের সদস্যরা যদি সচেতন না থাকতেন তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। যদিও পরিবারের কারওর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান দমকল অফিসের আধিকারিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 7 =