madhyamik exam
কলকাতা: বাড়তি সতর্কতা নেওয়ার পরও ফাঁস মাধ্যমিকের প্রশ্নপত্র৷ আজ,শুক্রবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা৷ আর প্রথম দিনেই প্রশ্ন বেরিয়ে যাওয়ার অভিযোগ৷ পরীক্ষা শেষ হওয়ার আগেই ফোনে ফোনে বাংলা প্রশ্নপত্র ঘুরতে দেখা যায়। অভিযোগ, কেই বা কারা ছবি তুলে প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন৷ পরীক্ষা শেষ হতেই ছাত্রছাত্রীদের কাছ থেকে আসল প্রশ্নপত্র নিয়ে ছড়িয়ে পড়া প্রশ্নপত্র মিলিয়ে দেখা হয়৷ দেখা যায় দুটি প্রশ্ন হুবহু এক। এর থেকেউ স্পষ্ট যে, আসল প্রশ্নপত্রের ছবি তুলেই কেউ বা কারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। পরীক্ষা শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যেই দোষীদের চিহ্নিত করা গিয়েছে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। বাতিল করা হয়েছে মালদহের দুই পরীক্ষার্থীর খাতা৷
প্রশ্নপত্র ফাঁস রুখতে এ বছর প্রশ্নের পাশে একটি করে কিউআর কোড ছেপেছিল পর্ষদ। যাতে কেউ ছবি তুললে ওই কিউআর কোডের সূত্র ধরে ছবিটি কোথা থেকে তোলা হয়েছে, তা বোঝা যায়৷ এই উপায়েই দোষীদের চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছিল পর্ষদ।