এনআরএসে রোগীর মৃত্যু, কোয়ারেন্টিনে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের একাংশ

এনআরএসে রোগীর মৃত্যু, কোয়ারেন্টিনে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের একাংশ

কলকাতা: এনআরএসে হাসপাতালে হুলস্থুল৷ মহেশতলার বাসিন্দা যুবকের মৃত্যু পর বেশ কয়েকজন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আধিকারিক, নার্সদের কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে বলে খবর৷ কাউকে রাজারহাটে, কাউকে আবার হোম কোয়ারেন্টিনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ গতকাল এনআরএস হাসপাতালে সিসিইউতে মহেশতলার এক রোগীর মৃত্যু হয়৷ রোগীর নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য৷ গতকাল গভীররাতে সেই নমুনা রিপোর্ট পজিটিভ আসে৷ রোগী মৃত্যুর পর সর্তকতা হিসেবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স-সহ চতুর্থ শ্রেণির কয়েকজনকে কোয়ারেন্টিনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷

এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে বেশ কয়েকজন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, চতুর্থ শ্রেণির কর্মী হাসপাতালে বেশ কয়েকজন আধিকারিকদের একসঙ্গে কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ বেশ কয়েকজনকে নিউটাউনে রাজ্য সরকারের কোয়ারেন্টিন সেন্টার পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বাকিদের হোম কোয়ারেন্টিন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে মহেশতলার বাসিন্দা এক যুবককে ভর্তি হয়েছিলেন মেডিসিন বিভাগে৷ নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সিসিইউতে ভর্তি রাখা হয়৷ পরে তাঁর করোনা লক্ষণ ফুটে ওঠে৷ পরে তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়৷ গতকাল ওই যুবকের মৃত্যু হয়৷ গভীর রাতে রিপোর্ট মেলে করোনা পজেটিভ৷ যদিও সরকারি হবে এবিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি৷

মহেশতলার রোগীর মৃত্যুর পর হাসপাতালে হুলুস্থুল কাণ্ড তৈরি হয়৷ ছড়িয়ে পড়ে আতঙ্ক৷ ওই যুবক যে ওয়ার্ডে প্রথমে ভর্তি ছিলেন, সেখানকার ডিউটি করা ডাক্তার, মনার্স, স্বাস্থ্যকর্মী, চতুর্থ শ্রেণির কর্মীরা যে ক'টি শিফটে ডিউটি করেছিলেন, তাঁদের মধ্যে আতঙ্ক তৈরি হয়ে৷ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি উদ্যোগী হয় কর্তৃপক্ষ৷ ওই রোগীর সরাসরি যাঁরা সংস্পর্শে এসেছিলেন, তাঁদের নিউটাউনের কোয়ারেন্টিনে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ বাকিদের বাড়িতেই কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে৷ যার মধ্যে হাসপাতালে পদস্থ কর্তারাও রয়েছেন বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =