করোনা সংক্রমণ রুখতে কোয়ারেন্টিনে চিকিৎসক, নার্স-সহ ৯১ জন

করোনা সংক্রমণ রুখতে কোয়ারেন্টিনে চিকিৎসক, নার্স-সহ ৯১ জন

কলকাতা: এনআরএসে করোনা আক্রান্ত নার্স, প্রসূতি-সহ ৪ রোগী৷ করোনা সংক্রমণের আশঙ্কায় কোয়ারেন্টিনে গেলেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী-সহ ৯১ জন৷

সূত্রের খবর, চার জনের শরীরে করোনা সন্ধান মেলায় কোয়ারেন্টিনে যাচ্ছেন ৩৪ জন চিকিৎসক, ৫৪ জন নার্স ও চারজন স্বাস্থ্যকর্মী৷ এনআরএসে ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন নার্স ও প্রসুতি সহ কোরনা সন্দে ভর্তি হওয়া দুই রোগী৷ সংক্রমণের আশঙ্কা ৩ প্রসূতিকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে৷ সংক্রমণের আশঙ্কা ইতিমধ্যেই এনআরএসের লেবার রুম বন্ধ রাখা হচ্ছে৷

এনআরএস সূত্রে খবর, আজ চারজনের নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে৷ এই চারজনের মধ্যে হাসপাতালের ক্রিটিকাল কেয়ারের একজন নার্স রয়েছেন৷ হাসপাতালে চিকিৎসাধীন রোগী করোনা আক্রান্ত হওয়ার খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ এনআরএস হাসপাতালে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই নার্স ও রোগীর সংস্পর্শে আসা স্বাস্থ্যকর্মী চিকিৎসক ও নার্সদের কোয়ারেন্টিনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − sixteen =