কলকাতা: যাত্রী নিয়ন্ত্রণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ স্মার্ট কার্ডের পাশাপাশি বিভিন্ন স্টেশনে QR Code স্ক্যান করে প্লাটফর্মে যাত্রীদের যাতায়াত করানোর সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য প্রতিটি স্টেশনের জন্য পৃথক QR Code নির্দিষ্ট করা হয়েছে। যাত্রীরা অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে টিকিট কেটে সংশ্লিষ্ট স্টেশনের QR Code স্ক্যান করে স্বয়ংক্রিয় গেটের সামনে ধরলে তা খুলে যাবে। পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশনে ইতিমধ্যেই এই প্রযুক্তি প্রতিস্থাপন করা হয়েছে বলে মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে।
কী ভাবে কাজ করবে QR Code? যে কোনওরকম অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ আসবে এর জন্য। অনুমান, যাত্রীকে সেই অ্যাপে উল্লেখ করতে হবে নিজের গন্তব্য স্থল এবং কোন স্টেশন থেকে তিনি ট্রেন ধরবেন।কত টাকা ভাড়া লাগবে, কতক্ষণে মেট্রো আসবে, তা সবই দেখা যাবে ওই অ্যাপ থেকে। যাত্রী ইন্টারনেট ব্যাংকিং, ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে ভাড়া দিতে পারবেন। সংশ্লিষ্ট পদ্ধতি মানার পরেই তাঁর কাছে আসবে মেসেজ, তাতেই থাকবে QR Code। সেই QR Code মেট্রোর এএফসি গেটে ধরলেই দরজা খুলে যাবে।
আরও পড়ুন- পর্ন-কাণ্ডে গ্রেফতার মডেল নন্দিতা ও সঙ্গী মৈনাককে পুলিশি হেফাজতের নির্দেশ
যদিও মনে করা হচ্ছে যে এই পদ্ধতি চলে আসলে বহু যাত্রী সমস্যায় পড়বেন কারণ টোকেন পুরোপুরি উঠে যাওয়ার উপক্রম হবে। করোনা সংক্রমণের দিকে খেয়াল রেখে ইতিমধ্যেই অনেক কম ব্যবহার হয় টোকেন। অধিকাংশ মানুষ স্মার্ট কার্ড ব্যবহার করেন। এবার যদি স্মার্ট কার্ডের পাশাপাশি QR CODE চলে আসে, তাহলে অবশ্য ভাবে যাত্রীদের একাংশ সমস্যায় পড়বে বলেই মনে করা হচ্ছে। বিশেষত বয়স্ক মানুষদের সমস্যা হবে কারণ তারা খুব একটা বেশি স্মার্ট ফোন ব্যবহার করতে পারেন না। তবে এই নতুন নিয়ম কবে থেকে চালু হবে তা সম্পর্কে এখনও স্পষ্ট করেনি মেট্রো কর্তৃপক্ষ।