কলকাতা: আগামী ১৪ সেপ্টেম্বর থেকে চালু হতে চলেছে কলকাতা মেট্রো পরিষেবা৷ এর আগে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে নবান্নে বৈঠকে বসে রাজ্য সরকার৷ ওই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বলা হয়েছে, মেট্রো চড়তে গেলে এবার শুধুমাত্র স্মার্টকার্ড থাকলেই চলবে না৷ লাগবে কিউআর কোড৷ কিউআর কোড পাওয়ার জন্য ৪ থেকে ৬ ঘণ্টা আগে আবেদন করতে হবে৷
কেন এই ব্যবস্থা? এই মুহূর্ত কলকাতা মেট্রোয় স্মার্ট কার্ড ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪ লক্ষ৷ দীর্ঘ দিন বন্ধ থাকার পর নতুন করে মেট্রো চালু করার সিদ্ধান্ত নেওয়া হলেও, মেট্রোর সংখ্যা থাকবে অনেক কম৷ সোশ্যাল ডিস্টেনসিং মেনে কম লোক তোলা হবে৷ সব মিলিয়ে সারাদিনে ৫০ হাজারের বেশি মানুষ যাত্রা করতে পারবেন না৷ ফলে স্টেশন চত্বরে আসা থেকে মানুষকে বিরত করার একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে৷ এই উদ্দেশে রাজ্য সরকার ও মেট্রো কর্তৃপক্ষ মিলিতভাবে ই-পাস চালু করা সিদ্ধান্ত নিয়েছে৷
আরও পড়ুন- আলুর সঙ্গে পাল্লা দিয়ে আকাশছোঁয়া ডিমের দাম, অস্থির গৃহেস্থের হেঁশেল
কী ভাবে ই-পাস ইস্যু করা হবে? বলা হয়েছে, মেট্রোর ওয়েবসাইট থেকে ই-পাস কাটা যাবে৷ ই-পাসের জন্য রাজ্য-মেট্রো সহায়তায় নতুন অ্যাপ আনার চিন্তাভাবনাও হচ্ছে৷ ই-পাস ইস্যু করার আগে দেখা হবে মেট্রোয় ভিড় আছে কিনা৷ আরও একজন ওঠার জায়গা থাকলে তবেই সংশ্লিষ্ট ব্যক্তিকে ই-পাস ইস্যু করা হবে৷ মাত্র ১ ঘণ্টার জন্য ই-পাস ইস্যু করা হবে৷ ই-পাস পেলে তবেই স্টেশনের ভিতরে প্রবেশ করা যাবে৷ তার পর অবশ্যই লাগবে স্মার্ট কার্ড৷
আগে বলা হয়েছিল, এই মুহূর্তে স্মার্ট কার্ড ইস্যু করা হবে না৷ তবে এখন বলা হচ্ছে, স্মার্ট কার্ড ইস্যু করা হবে৷ তবে এর জন্য সবার আগে ই-কার্ড পেতে হবে৷ স্টেশনে ঢোকার ছাড়পত্র দেখিয়ে কাউন্টার থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করা যাবে৷
মেট্রো স্টেশনে আরপিএফ এবং কলকাতা পুলিশের মধ্যে দায়িত্ব ভাগ করা হবে বলেও নবান্নের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই মুহূর্তে প্রতিটি মেট্রো স্টেশনে দুটি করে দরজা খোলা হবে৷ একটি প্রবেশ পথ ও একটি প্রস্থান পথ৷ প্রবেশ পথের দায়িত্বে থাকবে কলকাতা পুলিশ৷ সেখানে স্যানিটইজিং টালেন, টেম্পারেচার মাপার যন্ত্র, ই-পাসের কিউআর কোড স্ক্যান করার মেশিন৷ স্টেশনের ভিতরে প্রবেশের পর দায়িত্ব সামলাবে আরপিএফ৷ তবে এখনই চলবে না ইস্ট-ওয়েস্ট মেট্রো৷
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পে বড় সাফল্য, রেকর্ড গড়ছে স্বাস্থ্য সাথীর সুবিধা
এছাড়াও ১৩ তারিখ নিট পরীক্ষার জন্য বিশেষ মেট্রো পরিষেবা দেওয়া হবে৷ সেদিন কোনও ই-পাসের ব্যবস্থা থাকছে না৷ অ্যাডমিট কার্ড থাকলেই মেট্রো চত্বরে প্রবেশ করা যাবে৷