চুঁচুড়া: অনলাইনে ফোন দেওয়ার নাম করে এক যুবকের সাড়ে চার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল প্রতারকদের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার চকবাজার হরিজনপল্লিতে। ওই এলাকার বাসিন্দা পেশায় গাড়ি চালক অনিন্দ্য হাজরা এই নিয়ে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
পুলিস জানিয়েছে, তাঁর কাছে একটি ফোন আসে। তাতে বলা হয়, ১৪ হাজার টাকা দামের একটি ফোন মাত্র সাড়ে চার হাজার টাকায় তাঁকে দেওয়া হবে বলে একটি অফার আছে। তিনি প্রথমে নিতে অস্বীকার করেন। এরপর তাঁকে প্রস্তাব দেওয়া হয়, পোস্টঅফিসে এই টাকা জমা করলে সঙ্গে সঙ্গে তাঁকে পার্সেল দেওয়া হবে। ক্যাশ অন ডেলিভারির সুবিধা পাওয়া যাবে বলে তিনি তা নিতে রাজি হন। এরপর তিনি চকবাজার পোস্ট অফিসে গিয়ে পার্সেলটি নেন। সেখানে টাকাও মিটিয়ে দেন। এরপর তিনি প্যাকেট খুলে দেখতে পারেন তার মধ্যে একটি হেডফোন, কয়েকটি কাগজ ভাঁজ করা ও কয়েকটি পুঁতির বালা রাখা আছে।