ভাসানের ভিড়ে আটকে গাড়ি, বন্দুক উঁচিয়ে হুমকি পুরুলিয়ার তৃণমূল নেতার

ভাসানের ভিড়ে আটকে গাড়ি, বন্দুক উঁচিয়ে হুমকি পুরুলিয়ার তৃণমূল নেতার

পুরুলিয়া: ফের বিতর্কে পুরুলিয়ার তৃণমূল নেতা৷ রিভলভার হাতে তৃণমূল নেতার হুমকি দেওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ নিরাপত্তারক্ষীর রিভলভার হাতে হুমকি পুরুলিয়ার জেলা পরিষদের সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের৷ তবে এটাই প্রথম নয়৷ ২৭ মার্চ পুরুলিয়া ভোটের দিনেও একই ভাবে হুমকি দিতে দেখা গিয়েছিল এই তৃণমূল নেতাকে৷ বিজেপি নেতাকে গুলি করার হুমকি দিয়েছিলেন তিনি৷ 

আরও পড়ুন- বৃষ্টি চলবে, সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে উত্তরবঙ্গকে

উল্লেখ্য, গত ২৭ মার্চ যে ঘটনাটি ঘটেছিল, তা সম্পূর্ণ ভাবে রাজনৈতিক৷ ওই দিন ভোট কেন্দ্রের বাইরে বিজেপি কর্মীকে গুলি করার হুমকি দিয়েছিলেন সুজয়৷ তবে সেদিন তাঁর হাতে বন্দুক ছিল না৷ কিন্তু সম্প্রতি পুরুলিয়ার লাখরা গ্রামে নিরাপত্তারক্ষীর একে ৪৭ রাইফেল হাতে নিয়ে রীতিমতো হুমকি দিতে দেখা যায় তাঁকে৷ যাতে গ্লাস ফায়ার এবং রিপিট ফায়ার ছিল৷ ভুল বশত ট্রিগারে হাত পড়ে গেলে প্রচুর মানুষের মৃত্যু হতে পারত৷ এই ভিডিয়োর সত্যতা যদিও যাচাই করেনি আজবিকেল.কম৷ তবে এই ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে৷ মানুষের ভিড়ে দাঁড়িয়ে বন্দুক উঁচিয়ে হুমকি দিতে দেখা গিয়েছে সুজয় ভট্টাচার্যকে৷ এই বিষয়ে অবশ্য তাঁর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি৷ তবে জেলার তৃণমূল নেতা শান্তিরাম মাহাতো জানিয়েছেন, এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে তা অত্যন্ত মর্মান্তিক৷ 

আরও পড়ুন- ভোট পরবতী হিংসা: হাইকোর্টের রায়ে খুশি হয়েও আতঙ্কে ভুগছে পরিবার

প্রসঙ্গত, সে দিন গ্রামে মনসা পুজোর বিসর্জন চলছিল৷ বাজছিল ডিজে৷ ভিড়ের মধ্যে তাঁর গাড়ি আটকে পড়ে৷ সেই সময় উত্তেজিত হয়ে  দেহরক্ষীর হাত থেকে একে ৪৭ ছিনিয়ে নিয়ে হুমকি দিতে শুরু করেন৷ এই ঘটনার পর বিজেপি’র জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, তৃণমূলের জেলা পরিষদের সভাপতি নিজেকে শ্রেষ্ঠ নেতা মনে করেন৷ নিরাপত্তারক্ষীর বন্দুক নিয়ে নিজেকে বিল ক্লিনটন ভাবছেন হয়তো৷ তবে উনি এমন কাজ কখনই করবেন না৷ যা ঘটেছে, সেটা আইনত অপরাধ৷ পুলিশ উচিত সঠিক তদন্ত করে এই ধরনের নেতাদের জেল ভরা৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =