Deputy
ঝালদা: পদে থাকার কোনও যুক্তি নেই! এমন দাবি করে ঝালদা পুরসভার পদ থেকে ইস্তফা দিলেন নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। তাঁর বক্তব্য, ঝালদা পুরসভায় যেহেতু তাঁর দল সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তাই তাঁর উপ-পুরপ্রধান পদে থাকা মানায় না। এই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আসলে বুধবার শাসক দল তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন কংগ্রেসের প্রতীকে লড়া পাঁচ পুরপ্রতিনিধি। তারপরই এই পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা হারায় হাত শিবির। আর আজ এই ইস্তফা।
২০২২ সালের মার্চ মাসে ঝালদা পুরসভা এলাকায় আততায়ীদের গুলিতে জখম হন ঝালদার ২ নম্বর ওয়ার্ডের জয়ী কংগ্রেস কাউন্সিলর তপন কান্দি। পরে মৃত্যু হয় তাঁর। অভিযোগ ছিল, ভোটে হেরে যাওয়ার আক্রোশ মেটাতেই কাকাকে খুন করে ভাইপো৷ এরপর কলকাতা হাইকোর্টে মামলা গেলে আদালত একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল ঝালদা পুরসভা ইস্যুতে। তারপরেও বহু বেনিয়মের অভিযোগ উঠেছিল, যাতে ক্ষুব্ধ হয়েছিল আদালত।
হালে নিহত কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল পুরপ্রধান হওয়ার পরও তাঁকে পুরসভায় দেখা যায়নি। এর যুক্তি দিতে গিয়ে তিনি অবশ্য দায় চাপান পুরপ্রধানের ওপর। তাঁকে নাকি ডাকা হয় না, এমন অভিযোগ ছিল তাঁর।