‘মমতাকে পর্যুদস্ত করা শিবেরও অসাধ্য, মমতার আছে মহাদেবের আশীর্বাদ’

‘মমতাকে পর্যুদস্ত করা শিবেরও অসাধ্য, মমতার আছে মহাদেবের আশীর্বাদ’

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ধর্মীয় মোড়কে বিজেপি বিরোধিতায় এবার মাঠে নামল তৃণমূল৷ বিজেপির ধর্মীয় তাসের বিরুদ্ধে পাল্টা ধর্মীয় লাইনে আক্রমণ খোদ কারিগরি শিক্ষা মন্ত্রী পূর্ণেন্দু বসুর৷ কার্যত গাইলেন শিবের গাজন৷ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শিবের আশীর্বাদধন্য বলেও দরাজ ঘোষণা করছে ছাড়েননি তৃণমূল নেতা৷

আজ বারাসাতে কাছারিময়দান এলাকায় সমাবেশ করে তৃণমূল৷ সমাবেশ শেষে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি মন্ত্রী৷ সেখানে দলনেত্রীর কাজের বিশেষণ দিতে গিয়ে মহাদেব শিবের উল্লেখ করতে ভুললেন না রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী৷ বিজেপিকে বিঁধতে গিয়েছে ‘শিব ঠাকুরের আপন দেশ’ হয়ে মন্ত্রীর মন্তব্য, ‘‘বিজেপি দেশের রুগ্ন অর্থনীতির দিকে মন দিক৷ কৃষকদের উন্নয়নের কথা ভাবুক৷ বিজেপি নেতৃত্ব যেন রাজ্য দখলের স্বপ্ন না দেখে৷’’ বিজেপি কেন বাংলা দখলের ‘স্বপ্ন’ দেখবে না? শিবকে টেনে মন্ত্রীর মন্তব্য, ‘‘রাজ্যের পাহারাদার মমতা বন্দোপাধ্যায়কে শিব আশীর্বাদ করেন৷ কারণ মমতা বন্দোপাধ্যায়কে পর্যুদস্ত করা শিবেরও অসাধ্য৷’’

বিজেপি সরকারের ‘নীতি’ বিরুদ্ধে বলতে গিয়ে মন্ত্রীর শিব স্মরণে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ তাহলে কি আগামী বিধানসভা নির্বাচন পুরোপুরি ধর্মীয় লাইনে হবে? তারই কি কার্যত পূর্বাভাস দিলেন মন্ত্রী? এতদিন যা ছিল গো-বলয়ের রাজনীতি, তা কি এবার পিকের হাত ধরে বাংলায় আমদানি ঘটবে? ইতিমধ্যেই সিঁদুরে মেঘে দেখছেন বাংলার জনতার একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 10 =