বাঁকুড়া: কেন্দ্রীয় সরকারের ‘অম্রুত’ প্রকল্পে বাঁকুড়া পৌরসভা এলাকার জন্য প্রায় ১১০ কোটি টাকা বরাদ্দ করলেও পরিশ্রুত পানীয় জল মিলছে না৷ পৌর ভোট ঘোষণার আগেই এমন অভিযোগ ঘিরে সরগরম বাঁকুড়া।
পৌরসভা সূত্রে খবর, ওই প্রকল্পে ২৫ হাজার ‘হোর্ডিং ওয়ালা’ বাড়ির মধ্যে ১২ হাজার ৫০০ বাড়িতে মিটার সহ পাইপ লাইন লাগানোর কাজ শেষ হয়েছে। কিন্তু পৌরসভার এই দাবির মধ্যেও ২৪ নম্বর ওয়ার্ড এলাকার মানুষ কোন জল পাচ্ছেন না বলে অভিযোগ। যদিও দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারী সংস্থার দাবি, যেদিন কানেকশান দেওয়া হচ্ছে, সেই দিনই সংশ্লিষ্ট বাড়িতে জল পৌঁছে যাচ্ছে। প্রশাসক অলকা সেন মজুমদারের দাবি, জনস্বাস্থ্য কারিগরী দপ্তর জল দিচ্ছে না। যে পরিমান জল পাওয়ার কথা সেই জল না পাওয়ার কারণেই সর্বত্র জল পৌঁছাচ্ছে না। একই সঙ্গে সম্পূর্ণ পাইপ লাইনের কাজ সম্পূর্ণ হয়নি বলেই তিনি স্বীকার করেন।
পুরো বিষয়টিকে নিয়ে কটাক্ষ করার সুযোগ ছাড়তে রাজী নয় বিজেপি। তাদের দাবি, অম্রুত প্রকল্পে জল দেওয়ার কথা দুর্গাপুর ব্যারেজ থেকে। কিন্তু ওই কাজ আদৌ হয়নি। স্থায়ী পৌর বোর্ড না থাকাতেই এই সমস্যা। আর এই দুই পৌর প্রশাসক মানুষের কাছে ‘ভুল তথ্য’ পরিবেশন করছেন। একই সঙ্গে যাঁদের সামর্থ্য আছে তাঁরা বাড়িতে সাবমার্শিবল তৈরি করে জলের ব্যবস্থা করেছেন। ফলে ভূগর্ভস্থ জলের স্তরের নেমে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে বলেও বিজেপির অভিযোগ। আর এর যোগ্য জবাব আগামী পৌরভোটে মানুষ দেবেন বলেও তিনি দাবি করেন।