অন্যায় প্রমাণিত হলে শাস্তি হবেই, পুরসভার শিক্ষা বিভাগের দুর্নীতিকাণ্ড প্রসঙ্গে ফিরহাদ

কলকাতা: অন্যায় করলে শাস্তি হবেই৷ ধর্ম বা লিঙ্গের ভিত্তিতে কেউ নিষ্কৃতি পাবে না৷ কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের দুর্নীতি-কাণ্ডে অভিযুক্ত রুমানা খাতুন ইমেল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ সেই প্রসঙ্গে শুক্রবার এ কথা জানান মেয়র ফিরহাদ হাকিম।
পুরসভার শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগে তৎকালীন সিনিয়র এডুকেশন অফিসার রুমানা খাতুন-সহ আরও দুই প্রাক্তন আধিকারিককে ইতিমধ্যেই শো-কজা করা হয়েছে। চলতি মাসের ৫ তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি ইমেল পাঠিয়ে রুমানা বলেন, সংখ্যালঘু মহিলা আধিকারিক হওয়ায়র তাঁকে এভাবে হয়রানি ও মানসিক নির্যাতন করা হচ্ছে। সেই চিঠির প্রসঙ্গ তুলে এ দিন পুরভবনে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘অন্যায় করলে শাস্তি পেতেই হবে। লিঙ্গ পরিচয় বা ধর্মের দোহাই দিয়ে কেউ নিস্তার পাবে না। কোনও অভিযোগ জমা পড়লে পুর কমিশনারের তা খতিয়ে দেখবে। তা সত্য প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।’’
২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে কলকাতা পুরসভা পরিচালিত ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার সংস্কারের ক্ষেত্রে আর্থিক গড়মিল ধরা পড়ে৷ মোট ৩৮ লক্ষ টাকার হিসাব না মেলায় পুর ভিজিল্যান্স সংশ্লিষ্ট বিভাগের কাছে রিপোর্ট চেয়ে পাঠায়। পাশাপাশি, ওই একই সময়ে আরও একটি দুর্নীতি সামনে এসেছে৷ দরপত্র ছাড়া প্রায় দু’কোটি টাকার বর্ষাতি এবং স্কুলপোশাক কেনার ক্ষেত্রে গরমিল ধরা পড়েছে পুর অডিটে৷ গত ৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীকে যে ইমেল পাঠিয়েছিলেন রুমানা তাতে মেয়রের ওএসডি-র বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনেন তিনি। তাঁর দাবি, তাঁকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে।