puja
কলকাতা: আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে যে বৃষ্টির তাণ্ডব চলবে তা আগে থেকেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর৷ আর এখানেই চিন্তার ভাঁজ পড়েছে বঙ্গবাসীর। তাহলে কি পুজোর বাজার বৃষ্টিতে ভিজতে ভিজতে করতে হবে? সম্ভাবনা কিন্তু তেমনই তৈরি হয়েছে। তাই স্বাভাবিকভাবেই অখুশি সকলে। কিন্তু পুজোর সময়ে যে বৃষ্টি হবে, তেমন কোনও পোক্ত আভাস এখনও নেই। সেটাই শান্তি দিচ্ছে।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই আগামী কয়েক দিনে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বিক্ষিপ্ত ভাবে হতে পারে বৃষ্টি। জেলার সব জায়গায় যে বৃষ্টি হবে এমনটা নয়। আসলে বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ ছিল, তা চলে গিয়েছে ঝাড়খণ্ডে। অন্য দিকে, বঙ্গোপসাগরের উপর উত্তর পশ্চিম থেকে পূর্ব মধ্য পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবেই ভারী বৃষ্টির সম্ভাবনা।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনভর আকাশ মেঘলা থাকবে। গত ২৪ ঘণ্টায় ২৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ছিল যথাক্রমে ৯৮ শতাংশ এবং ৮৬ শতাংশ। তবে হাওয়া অফিস যে পূর্বাভাস দিয়েছে তা লেগে গেলে সপ্তাহান্তে পুজোর বাজারে যে প্রভাব পড়তে চলেছে তা বলাই যায়।