কলকাতা: বাংলার সমস্ত পুজোমণ্ডপ এবার দর্শকদের জন্য নো এন্ট্রি৷ করোনা আবহে উৎসবে লাগাম টেনে ঐতিহাসিক ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট৷ হাইকোর্টের ঐতিহাসিক রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে ফের উচ্চ আদালতের দ্বারস্থ হল ফোরাম ফর দুর্গাপুজা কমিটির প্রতিনিধিরা৷ জরুরি ভিত্তিতে রায় পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে৷ আবেদন গ্রহণ করেছে আদালত৷ সব পক্ষকে নোটিস পাঠিয়ে আগামীকাল আদালতে এই বিষয়ে শুনানি হওয়ার কথা৷
সোমবার দুর্গোৎসব বন্ধের আর্জি জানিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট৷ দুর্গোৎসবের ভিড় থেকে যাতে সংক্রমণ ছড়ায়, তা নিশ্চিত করতে দর্শকশূন্য পুজোর নির্দেশ দেয় আদালত৷ রাজ্যের সমস্ত পুজামণ্ডপকে কনটেনমেন্ট জোন ঘোষণা করে নো এন্ট্রি ঘোষণা করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ৷
রায় ঘোষণা করে সাফ জানিয়ে দেওয়া হয়, এবার ছোটো পুজোমণ্ডপের অন্তত ৫ মিটার ও বড় পুজোমণ্ডপের কমপক্ষে ১০ মিটার ঘিরে রাখতে হবে৷ দিতে হবেব্যারিকেড৷ সর্বোচ্চ ২৫ উদ্যোক্তাদের মণ্ডপে প্রবেশ করতে পারবেন৷ দর্শকরা কেউ ঢুকতে পারবেন না মণ্ডপে৷ কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর পুজোর শেষ প্রস্তুতি পর্বে চূড়ান্ত বিড়ম্বনায় পড়েন পুজোকমিটির একাংশ৷ হাইকোর্টের নির্দেশ পুনরায় খতিয়ে দেখার আবেদন জানিয়েছে ফের আদালতে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানানো হয়েছে৷