পুজোয় এবার ‘হাই অ্যালার্ট’ হাসপাতালে! সঙ্গে রাখুন জরুরি কিছু নম্বর

পুজোয় এবার ‘হাই অ্যালার্ট’ হাসপাতালে! সঙ্গে রাখুন জরুরি কিছু নম্বর

 

কলকাতা: পুজো বলে বিরাম নেই রোগে! উৎসবেও ওত পেতে আছে করোনা ভাইরাস৷ করোনার উপদ্রব যাতে হাতের বাইরে চলে না যায়, তা নিশ্চিত করতে এবার সরকারি কিংবা বেসরকারি হাসপাতালে জারি ‘হাই অ্যালার্ট’!

কেননা, গত বছর ডিসেম্বর থেকে তাণ্ডব চালিয়ে যাচ্ছে কোভিড-১৯৷ উৎসবের সুযোগে করোনা বাড়বাড়ন্ত রুখতে ইতিমধ্যেই রা‌জ্য সরকার স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের পুজোর ছুটি বাতিল করেছে৷ পুজোর দিনগুলিতেও সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিষেবা সচল থাকছে৷ পুজো উপলক্ষ্যে স্বাস্থ্যভবন নিজেদের কন্ট্রোল রুমের পরিকাঠামোও বাড়িয়েছে৷ বেসরকারি নার্সিংহোমগুলিও রয়েছে সজাগ৷ পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে পুরোদমে৷

২৪ ঘণ্টা চালু থাকছে রাজ্য স্বাস্থ্য দফতরের কল সেন্টার৷ যে কোনও প্রয়োজনে ২৩৫৭৬০০১ এবং ১৮০০৩১৩৪৪৪২২২ এই নম্বরে যোগাযোগ করা হবে৷ করোনা সংক্রান্ত কোনও জিজ্ঞাসা থাকলেও যোগাযোগ করা যাবে৷ কলকাতায় করোনা রোগীদের অ্যাম্বুলেন্সের জন্য ০৩৩৪০৯০২৯২৯ এই নম্বরে যোগাযোগ করা যাবে৷ করোনা সংক্রান্ত যে কোনও তথ্যের প্রয়োজন হলে আইসিএমআর ও রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটের নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে৷ এছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের করোনা সংক্রান্ত টোল ফ্রি ও হেল্পলাইন ১০৭৫ ও ৯১-১১-২৩৯৭৮০৪৬ নম্বরে যোগাযোগ করা যাবে৷পুজোর সময়ে স্বাস্থ্যভবনের ১৮০০৩১৩৪৪৪২২২ এই নম্বরে যোগাযোগের পাশাপাশি নবান্নে দিনরাত চালু হয়েছে পৃথক কন্ট্রোল রুম৷ ১০৭০ ও ২২১৪৩৫২৬ নম্বরে যোগাযোগ করে করোনা সংক্রান্ত বিষয়ে সাহায্য পাওয়া যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =