পুজোর উদ্বোধনে অভিনেত্রী, করোনা বিধি উড়িয়ে সেলফিতে মাতল জনতা

পুজোর উদ্বোধনে অভিনেত্রী, করোনা বিধি উড়িয়ে সেলফিতে মাতল জনতা

 

মালদা: রূপোলী পর্দার অভিনেত্রীকে এক্কেবারে নিজের চৌহদ্দির মধ্যে পেয়ে গেলে কি হবে? শনিবারের সন্ধ্যায় সেটায় হল চাঁচলে৷ মালদার চাঁচলে পুজো উদ্বোধনে এসেছিলেন বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী প্রিয়াঙ্কা হালদার। সেখানেই প্রিয়ঙ্কাকে কাছে পেয়ে রীতিমতো করোনার বিধি উড়িয়ে সেলফি তোলায় মেতে উঠতে দেখা গেল জনতাকে৷ যদিও উদ্যোক্তাদের দাবি, কোভিড প্রটোকল মেনেই পুজো চলছে এখানে।

চাঁচলের বড় বাজেটের পুজোগুলির মধ‍্যে অন্যতম এই মৈত্রী সংসদের সর্বজনীন দুর্গা পুজো৷ প্রতিবারের মতো এবারও মণ্ডপ পেয়েছে থিমের ছোঁয়া। এবারের এই পুজো কমিটির থিম,  হারিয়ে যাওয়া কুটির শিল্প। বাঁশ ও কঞ্চির আদলে মন্ডপ তৈরি হয়েছে। যা গ্রাম বাংলার কুটির শিল্পের দৃশ্যপট তুলে এনেছে৷ যা দেখে আপ্লুত হয়ে ওঠেন অভিনেত্রী৷

চাঁচলের এই পুজো দেখে অভিভূত অভিনেত্রী৷ চাঁচলবাসীকে দিলেন শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয়াঙ্কা হালদার বলেন, ‘‘মালদায় এবার প্রথম পা দিলাম। চাঁচলের পুজো একটা সুন্দর অনুভুতি করলাম। সুযোগ পেলে বারবার পা রাখব চাঁচলের ভূমিতে।’’ এদিকে হাতের কাছে রুপোলি পর্দার নায়িকাকে পেয়ে খুশিতে ভাসতে দেখা যায় চাঁচলবাসী। সবাই সেলফি তুলতে শুরু করে।এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচলের বিডিও সমীরণ ভট্টাচার্য, তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি  সহ অন্যান্যরা৷  দর্শনার্থীরা এখানে ভিড় জমালেও কমিটি তা নিয়ন্ত্রণে আনতে তৎপরতা দেখাচ্ছে বলে কমিটি তরফে দাবি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − eight =