হড়পা বানের ঘটনায় মর্মাহত, বাতিল পুজো কার্নিভাল

হড়পা বানের ঘটনায় মর্মাহত, বাতিল পুজো কার্নিভাল

কলকাতা: জলপাইগুড়ির মাল নদীতে আচমকা হড়পা বানে তলিয়ে যান বেশ কয়েক জন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। এদিকে আবার আগামীকাল কার্নিভাল হওয়ার কথা রয়েছে। তবে এই ঘটনায় মর্মাহত হয়ে পুজো কার্নিভাল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। জানান হয়েছে, জলপাইগুড়ির পুজো কার্নিভাল বাতিল।

আরও পড়ুন- দুর্ঘটনার সন্ধ্যায় মাল নদীর পাড়েই ছিলেন না NDRF কর্তা, চলে গিয়েছিলেন আত্মীয়ের বাড়ি!

বুধবার প্রতিমা বিসর্জন করতে মাল নদীর তীরে এসে দাঁড়িয়েছিল বহু গাড়ি। বিসর্জন দেখতে এসেছিলেন বহু মানুষ। বহু শিশু ও মহিলা নদীর ধারে দাঁড়িয়েছিলেন। এরই মাঝে আচমকাই হড়পা বান চলে আসে। এক ধাক্কায় নদীর জলস্তর অনেকখানি বেড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই জলের ধাক্কায় ভেসে যান অনেকে। এই ঘটনায় শোকাহত হয়েই জলপাইগুড়ি জেলা প্রশাসন মিউনিসিপালিটি এলাকায় কার্নিভাল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

মালবাজারে হড়পা বানে মৃতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সম পরিমাণ আর্থিক সাহায্যের ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতরও৷ মালবাজারে বিপর্যয়ে হেল্পলাইন নম্বরও খোলা হয়েছে। এই নম্বরগুলি হল- ০৩৫৬১২৩০৭৮০ ও ৯০৭৩৯৩৬৮১৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + seven =